সাড়ে নয় মিনিটেই ব্যাটারি 0-100! জীবনে গতি আনতে Realme GT3 240W পা রাখছে বিশ্ববাজারে

রিয়েলমি (Realme) গত ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Realme GT3 উন্মোচন করেছে। যার প্রধান বিশেষত্ব হল ক’মিনিটে ব্যাটারি ফুল চার্জ করতে সক্ষম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি তিনটি উন্নত চার্জিং চিপসেট যুক্ত করে এই অভূতপূর্ব চার্জিং গতি অর্জন করেছে, যা একত্রিতভাবে ২৪০ ওয়াট পাওয়ার সরবরাহ করার জন্য কাজ করে। কোম্পানি দাবি করেছে যে, Realme GT3-এর ৪,৬০০ এমএএইচ ব্যাটারিটি মাত্র ৯ মিনিট ৩০ সেকেন্ডে সম্পূর্ণ চার্জ করা যাবে, যা ১৭ মিনিটের আগের রেকর্ডকে ছাপিয়ে গেছে। আর এখন এক টিপস্টার সোশ্যাল মিডিয়ায় বিশ্ববাজারে এই ফোনটির বিক্রির তারিখটি প্রকাশ করেছেন।

সামনে এল Realme GT3-এর গ্লোবাল সেলের তারিখ

এক টিপস্টার সম্প্রতি টুইটারে প্রকাশ করেছেন যে, রিয়েলমি জিটি৩-এর ২৪০ ওয়াট মডেলটি আগামী ১২ জুন থেকে বিশ্ব বাজারে বিক্রি হবে। যদিও কোন কোন অঞ্চলে এটি পাওয়া যাবে সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, তবে এই ঘোষণা ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে আশা জাগিয়েছে, যারা এর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ওপর, রিয়েলমি জিটি৩ ২৪০ ওয়াট-কে টিডিআরএ (TDRA) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে, যা ইঙ্গিত করে যে এটি ভারত সহ বিশ্বের একাধিক বাজারে লঞ্চ হতে পারে।

Realme GT3-এর স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি৩ ১৪৪ ওয়াট রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৭৪ ইঞ্চির (1.5K) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme GT3-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৮৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর রয়েছে। আর ফোনের সামনে, একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। উল্লেখযোগ্যভাবে, ক্যামেরা মডিউলের পাশে একটি আরজিবি এলইডি প্যানেল রয়েছে, যা কাস্টমাইজযোগ্য রঙের মাধ্যমে নোটিফিকেশন, ব্যাটারি স্ট্যাটাস এবং আরও অনেক কিছু নির্দেশ করতে সক্ষম।