Realme GT 3: চলে এল 10 মিনিটের কমে চার্জ হওয়া ফোন, 240W চার্জিংয়ের সাথে আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

রিয়েলমি ইতিমধ্যেই তাদের নতুন স্মার্টফোন Realme GT 3 ভারতে লঞ্চের তোড়জোড় ‌শুরু করেছে

বিশ্বের সবচেয়ে বড় টেক শো ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ ওরফে MWC 2023 -এর দ্বিতীয় দিনে আত্মপ্রকাশ করলো Realme GT 3 স্মার্টফোন। সদ্য ঘোষিত এই হ্যান্ডসেটের অন্যতম বিশেষত্ব হল এটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ এসেছে৷ Realme মূলত সেই সকল ব্যক্তিদের লক্ষ্য করে তাদের এই নয়া ডিভাইসটি নিয়ে এসেছে, যারা কম সময়ে তাদের ডিভাইসকে আল্ট্রা-স্পিড মোডে চার্জ করতে চায়। অন্যান্য ফিচার হিসাবে এতে – ১৪৪ হার্টজ ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং স্টেইনলেস স্টিল ভ্যাপার কুলিং সিস্টেমের মতো উল্লেখযোগ্য ফিচার পাওয়া যাবে। সর্বোপরি Realme GT 3 অনন্য LED স্ট্রিপ সজ্জিত ব্যাক প্যানেল ডিজাইন অফার করে।

রিয়েলমি জিটি ৩ স্মার্টফোনের ডিজাইন (Realme GT 3 smartphone design)

রিয়েলমি জিটি ৩ স্মার্টফোনের ব্যাক প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার আকৃতির LED লাইট লক্ষ্যণীয়। ডিভাইসের পিছনে থাকা LED স্ট্রিপগুলি আমাদের গত বছর লঞ্চ হওয়া নাথিং ফোন ১ (Nothing Phone 1) -এর ডিজাইনের কথা মনে করিয়ে দেয়। যাইহোক, এই রিয়েলমি ফোনে শুধুমাত্র একটি LED স্ট্রিপ রয়েছে এবং এটি ক্যামেরা মডিউলের মধ্যেই অবস্থান করছে। এক্ষেত্রে স্মার্টফোনে কোনো নোটিফিকেশন বা অ্যালার্ড এলে LED স্ট্রিপ ব্লিঙ্ক বা জ্বলে উঠবে। সর্বোপরি রিয়েলমির এই স্মার্টফোনের LED স্ট্রিপের রঙ কাস্টমাইজ করা সম্ভব। আমাদের মতে, স্মার্টফোনটির ডিজাইন আরো আকর্ষণীয় হতে পারতো যদি এতে থাকা LED স্ট্রিপটি আরও বেশি লক্ষণীয় (প্রমিনেন্ট) হত।

রিয়েলমি জিটি ৩ স্মার্টফোনের স্পেসিফিকেশন (Realme GT 3 smartphone specifiactions)

রিয়েলমি জিটি ৩ স্মার্টফোনের বিশেষত্ব হল এর ক্যামেরা ফ্রন্ট। এক্ষেত্রে ডিভাইসে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা লেটেস্ট ২৪০ ওয়াট চার্জিং টেকনোলজি সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, ২৪০ ওয়াটের চার্জারটি প্রায় ৪ মিনিটের মধ্যে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সমর্থ। এমনকি, ৬৫ ওয়াট চার্জিং সমর্থন করে এমন ল্যাপটপের সাথেও সামঞ্জস্যপূর্ণ সংস্থার এই নয়া চার্জারটি।

যাইহোক, সদ্য লঞ্চ হওয়া Realme GT 3 স্মার্টফোনে ৬.৭৪-ইঞ্চির ১.৫কে (২৭৭২x১২৪০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৪০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এক্ষেত্রে সংস্থার দাবি, চলমান কনটেন্টের উপর ভিত্তি করে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে ৪০ হার্টজ, ৪৫ হার্টজ, ৬০ হার্টজ, ৭২ হার্টজ, ৯০ হার্টজ, ১২০ হার্টজ এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের মধ্যে স্যুইচ করতে সক্ষম।

পারফরম্যান্সের জন্য Realme GT 3 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর সমন্বিত থাকছে। আবার হ্যান্ডসেটটি দীর্ঘক্ষণ ভারী কাজ করা সত্ত্বেও যাতে ঠান্ডা থাকে, তার জন্য এটি স্টেইনলেস স্টিল ভ্যাপার কুলিং সিস্টেম সহ এসেছে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এতে এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার এবং নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য রিয়েলমি আনীত এই নয়া স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ২ মেগাপিক্সেল সেন্সর।

রিয়েলমি জিটি ৩ কবে ভারতে লঞ্চ হবে? (When will Realme GT 3 launch in India?)

রিয়েলমি ইতিমধ্যেই তাদের নতুন স্মার্টফোন Realme GT 3 ভারতে লঞ্চের তোড়জোড় ‌শুরু করেছে৷ যার অর্থ, ফোনটিকে খুব শীঘ্রই এদেশে ঘোষণা করা হবে। যদিও কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ বা টাইমলাইন শেয়ার করেনি সংস্থাটি।