Realme GT 5 Launch Date August 28

বাজার কাঁপাতে আসছে Realme GT 5, বাহুবলী ব্যাটারি ও তুফানি চার্জিং স্পিডে মন জিতে নেবে

রিয়েলমির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Realme GT 5 আগামী ২৮ আগস্ট চীনের বাজারে আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগেই, কোম্পানি ফোনটির ডিজাইনের পাশাপাশি কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যও টিজ করেছে। আর এখন একটি নতুন টিজারের মাধ্যমে ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়ায় Realme GT 5-এর ব্যাটারির ক্ষমতাও নিশ্চিত করেছে।

প্রকাশিত হল Realme GT 5 ব্যাটারির পাওয়ার ও চার্জিং ভ্যারিয়েন্ট

রিয়েলমি চীনা মাইক্রোব্লগিং সাইট, ওয়েইবো-তে রিয়েলমি জিটি ৫-এর একটি নতুন পোস্টার শেয়ার করেছে, যা থেকে জানা যাচ্ছে যে এটি বিশাল ৫,২৪০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে। তবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে, রিয়েলমি জিটি ৫ দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং উভয় সংস্করণ ভিন্ন চার্জিং ক্ষমতাও অফার করবে।

জানিয়ে রাখি, জিটি ৫-এর ৫,২৪০ এমএএইচ ব্যাটারি ভ্যারিয়েন্টটি ১৫০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি জানিয়েছে যে, ডিভাইসটির সাথে ১৫০ ওয়াটের গ্যালিয়াম নাইট্রাইড (GaN) চার্জারটি সরবরাহ করা হবে, যা মাত্র ১৮ মিনিটের মধ্যে ফোনের চার্জ ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পূর্ণ করতে পারবে। এদিকে, ব্র্যান্ডটি আগেই নিশ্চিত করেছে যে রিয়েলমি জিটি ৫ একটি ২৪০ ওয়াট চার্জিং সংস্করণেও পাওয়া যাবে। এই মডেলটি ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করবে বলে আশা করা হচ্ছে। তবে ব্যাটারি এবং চার্জিং বিভাগে ভিন্নতা ছাড়া, দুটি ভ্যারিয়েন্ট একই স্পেসিফিকেশন বহন করবে।

Realme GT 5-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আপকামিং ফ্ল্যাগশিপ Realme GT 5-এ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। এতে Qualcomm-এর Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হবে, যা সর্বাধিক ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত হবে।

ক্যামেরা সেগমেন্টে, Realme GT 5-এর রিয়ার ক্যামেরা সেটআপটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত হবে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করবে। ডিভাইসটির দাম সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।