Realme GT 5 Pro Camera

ডিএসএলআর ফেল, Realme GT 5 Pro সনি ক্যামেরা সেন্সর ও‌ পেরিস্কোপ জুম লেন্সের সাথে আসছে

অক্টোবরের শেষে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন সিরিজ Xiaomi 14 লঞ্চ হয়। আবার খুব শীঘ্রই অনুরূপ প্রসেসরের সাথে বেশ কয়েকটি ফোন আত্মপ্রকাশ করতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এরমধ্যে একটি হল Realme GT 5 Pro। আসন্ন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হওয়ার দরুন এর একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আবার আজ এক লিকস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station), Realme GT 5 Pro ফোনের রিয়ার ক্যামেরা বিভাগ সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে এনেছেন।

Realme GT 5 Pro স্মার্টফোনটি চীনের বাজারে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করা Xiaomi 14 Pro এবং আপকামিং Vivo X100 Pro, iQOO 12 Pro, এবং OnePlus 12 মডেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর অন্যতম কারণ, উল্লেখিত প্রত্যেকটি হ্যান্ডসেট কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর চালিত। চলুন Realme-র নতুন ফোনটির ক্যামেরা কনফিগারেশন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে তা দেখে নেওয়া যাক…

লঞ্চের আগেই ফাঁস হল Realme GT 5 Pro স্মার্টফোনের ক্যামেরা ফিচার

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের লেটেস্ট রিপোর্ট অনুসারে, আসন্ন রিয়েলমি জিটি ৫ প্রো স্মার্টফোনের ব্যাক প্যানেলে মোট তিনটি ক্যামেরা সেন্সর বিদ্যমান থাকবে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা Sony Lytia LYT-T808 প্রযুক্তি সমর্থিত হবে। এছাড়া সহায়ক ক্যামেরা হিসাবে – ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 পেরিস্কোপ লেন্স এবং ৮ মেগাপিক্সেলের OmniVision OV08D10 আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হবে বলেও দাবি করা হয়েছে৷

তবে ডিভাইসটি কত রেজোলিউশনের সেলফি ক্যামেরা অফার করবে, সেই সম্পর্কে কিছু জানাননি টিপস্টার। যদিও এর আগে TENAA সার্টিফিকেশন সাইটের লিস্টিং নিশ্চিত করেছে যে, এই রিয়েলমি হ্যান্ডসেটে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

সম্প্রতি ফাঁস হওয়া তথ্যাদির ভিত্তিতে একটা বিষয় স্পষ্ট যে, ক্যামেরা পারফরম্যান্সে Realme GT 5 Pro ফোনটি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা হয়তো পিছিয়ে থাকবে। তবে যেহেতু এতে OnePlus Open / Oppo Find N3 ফোল্ডেবল ফোনে ব্যবহৃত অনুরূপ প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হবে, সেহেতু ডিভাইসটি টপ-নচ ফটোগ্রাফি অভিজ্ঞতা প্রদানে সক্ষম হবে। প্রসঙ্গত, আসন্ন OnePlus 12 মডেলেও এই প্রাইমারি ক্যামেরা মিলবে বলে জানা যাচ্ছে।

এছাড়াও মডেলটির অন্যান্য ফিচারও হালফিলে প্রকাশ্যে এসেছে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্ট অনুযায়ী, Realme GT 5 Pro ফোনে ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭৮-ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে। স্টোরেজ হিসাবে ২৪ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বাধিক ১ টেরাবাইট UFS 4.0 রম মিলবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকতে পারে। এছাড়া হ্যান্ডসেটটি হয়তো – ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১০০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং ও ৫০ ওয়ার ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করবে।