Realme GT 6 Price In India Launch Specifications Features Sale Date Flipkart

10 মিনিটেই অর্ধেক চার্জ! সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল Realme GT 6, ক্যামেরা মুগ্ধ করবে

Realme GT 6 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হল। ফোনটিতে একটি টপ-অফ-দ্য-লাইন অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, শক্তিশালী Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং ১২০ ওয়াটের অত্যন্ত দ্রুত চার্জিং সাপোর্ট বিশাল ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ বেশ কয়েকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। আসুন তাহলে নবাগত Realme GT 6 ফোনের দাম, উপলব্ধতা, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Realme GT 6 ফোনের মূল্য, লভ্যতা এবং লঞ্চ অফার

ভারতের বাজারে রিয়েলমি জিটি ৬ ফোনের বেস ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৪০,৯৯৯ টাকা। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি মডেলগুলি যথাক্রমে ৪২,৯৯৯ টাকা এবং ৪৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ফোনটির প্রি-অর্ডার প্রক্রিয়া জন্য আজ (২০ জুন) থেকেই শুরু হয়ে গেছে এবং এটি আগামী ২৫ জুন থেকে ফ্লিপকার্ট (Flipkart), কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোরগুলির মাধ্যমে বিক্রি শুরু হবে৷

উল্লেখযোগ্যভাবে, রিয়েলমি জিটি ৬ ফোনের সাথে কোম্পানি কিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। আইসিআইসিআই (ICICI), এইচডিএফসি (HDFC), এবং এসবিআই (SBI) ব্যাঙ্কগুলি ৪,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট অফার করছে৷ ক্রেতারা পুরোনো ফোনে ট্রেড-ইন করে ১,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাতা পারেন। এই অফারগুলি রিয়েলমি জিটি ৬ ফোনের টপ-এন্ড ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টটিকে ৩৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ করে দেবে।

এছাড়াও, Realme GT 6 ফোনটি ১২মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনেও পাওয়া যাবে। অনলাইন ক্রেতাদের আকর্ষণ করতে, রিয়েলমি তাদের ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে কেনাকাটায় ২৪ ঘণ্টার ফাস্ট শিপমেন্ট এবং ৬ মাসের বিনামূল্যে স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন অফার করছে।

Realme GT 6 ফোনের স্পেসিফিকেশন

Realme GT 6 ফোনে আকর্ষণীয় ৬.৭৮ ইঞ্চির ১.৫কে (২,৭৮০ x ১,২৬৪ পিক্সেল) রেজোলিউশন ও ১২০ হার্টজ সহ ৮টি এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটি শুধুমাত্র একটি মসৃণ এবং প্রতিক্রিয়াশীল ইউজার এক্সপেরিয়েন্সই প্রদান করে না, তার পাশাপাশি অবিশ্বাস্য উজ্জ্বলতাও অফার করে। স্কিনটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৬,০০০ নিট। এছাড়াও ডিসপ্লেতে ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট, ৩+১ প্লাস লো-ফ্রিকোয়েন্সি ফ্লিকার ডিসি ডিমিং, ২,১৬০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং, চোখের চাপ কমানোর জন্য এআই (AI) আই প্রোটেকশন এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২-এর সুরক্ষা প্রদান করে।

পারফরম্যান্সের জন্য, Realme GT 6 ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যার সাথে Adreno 735 জিপিইউ যুক্ত রয়েছে। ফোনটি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ অফার করবে। এই রিয়েলমি ফোনে আইসবার্গ ভ্যাপার কুলিং সিস্টেম এবং জিটি মোড ৫.০ সহ ফোনটিকে শীতল করার জন্য একটি বড় ১০,০১৪ বর্গমিলিমিটারের ৩ডি ভিসি রয়েছে। ফোনটি ১৬,৫০,০০০-এর বেশি আনটুটু (AnTuTu) স্কোর অর্জন করেছে এবং এটি 8s সিরিজের প্রথম, যা পাবজি (PUBG) এবং সিওডি (COD) গেমগুলিতে ১২০ এফপিএস সাপোর্ট করে৷

ফটোগ্রাফির জন্য, Realme GT 6 ফোনের পিছনে ট্রিপল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 সেন্সর, ১১২ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN5 টেলিফটো ক্যামেরা অবস্থান করছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনের একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেন্সর বিদ্যমান।

Realme GT 6 ফোনটি নেক্সটএআই (NextAI) সাপোর্টের সাথে এসেছে এবং এটি বিভিন্ন এআই ফিচার অফার করে। এতে এআই স্মার্ট লুপ বৈশিষ্ট্যটি রয়েছে, যা স্ক্রিনে ইউজার যা কপি করেন তা সনাক্ত করে এবং শেয়ার করার জন্য প্রাসঙ্গিক অ্যাপের সাজেশন দেয়। এছাড়াও, ফটো থেকে অবাঞ্ছিত বস্তু সরানোর জন্য এআই স্মার্ট রিমুভাল ফিচার এবং লো লাইট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি উন্নত করতে এআই নাইট ভিশন মোড অন্তর্ভুক্ত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT 6 শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১২০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে এটি মাত্র ১০ মিনিটে ফোনটিকে ৫০% পর্যন্ত চার্জ করতে পারে। এছাড়াও রিয়েলমি প্রতিশ্রুতি দিয়েছে যে, ব্যাটারিটি ১,৬০০টি চার্জিং চক্রের পরেও ৮০%-এর বেশি ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখতে পারে, যা প্রায় চার বছরের ব্যবহারের সমান।

এছাড়া, Realme GT 6 ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে রান করে। কোম্পানি এই ফোনটিতে তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। Realme GT 6 দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে – ফ্লুইড সিলভার এবং রেজার গ্রিন। ফোনটিতে আইপি৬৫ (IP65) ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে এবং এতে একটি গ্লসি মেটালিক মিরর টেক্সচারের জন্য ন্যানো মিরর ডিজাইন সহ একটি গ্লাস ব্যাক রয়েছে এবং লেন্সের জন্য একটি মিস্টি এজি (Misty AG) প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে।