ভারতে ফিরছে জিটি সিরিজ, Realme GT 6T ফোনের গ্রান্ড এন্ট্রি কবে জেনে নিন

অবশেষে আজ Realme GT 6T স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ প্রকাশ্যে এলো। Realme তাদের এই আপকামিং GT-সিরিজ হ্যান্ডসেটটি আগামী ২২শে মে এদেশে উন্মোচন করবে বলে ঘোষণা…

অবশেষে আজ Realme GT 6T স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ প্রকাশ্যে এলো। Realme তাদের এই আপকামিং GT-সিরিজ হ্যান্ডসেটটি আগামী ২২শে মে এদেশে উন্মোচন করবে বলে ঘোষণা করেছে। জানা গেছে, এই ফোন পারফরম্যান্স-কেন্দ্রিক হবে এবং মিড-প্রিমিয়াম রেঞ্জের অধীনে আসবে। নীচে Realme GT 6T স্মার্টফোনের কয়েকটি সম্ভাব্য ও নিশ্চিত ফিচার সম্পর্কে বিস্তারে আলোচনা করা হল…

প্রসঙ্গত, বহু সময় ধরে এই লাইনআপের অধীনে কোনো ফোন ভারতে লঞ্চ করা হয়নি। তবে খুব শীঘ্রই Realme GT 6T মডেলটির সাথে জনপ্রিয় GT-সিরিজ আবারো এদেশের বাজারে প্রত্যাবর্তন করতে চলেছে।

Realme GT 6T স্মার্টফোনের সম্ভাব্য ও নিশ্চিত ফিচার

সংস্থার তরফ থেকে হালফিলে একটি টিজার ইমেজ শেয়ার করা হয়েছিল। যেখানে Realme GT 6T স্মার্টফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে দেখা গেছে। আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে রিয়েলমি নিশ্চিত করেছে যে, তাদের এই আসন্ন হ্যান্ডসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। পোস্টে আরো দাবি করা হয়েছে, জিটি-সিরিজের এই ফোন সেগমেন্টের অন্যান্য মডেলের তুলনায় “টপ চিপসেট, টপ কুলিং এবং টপ ফাস্ট চার্জিং” অফার করবে। এক্ষেত্রে হ্যান্ডসেটটি বড় ভেপার চেম্বার যুক্ত কুলিং চেম্বার সিস্টেমের সাথে আসবে বলে জানা গেছে।

Realme GT 6T ফোনে থাকবে একটি কার্ভড ডিসপ্লে প্যানেল, যার উপরি মধ্যিখানে পাঞ্চ-হোল স্টাইলের নচ অবস্থান করবে। প্রসঙ্গত সদ্য প্রকাশ্যে আসা একটি টিজার পোস্টারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Realme GT 6T মডেলটি ইতিমধ্যেই (১১ই এপ্রিল) চীনের বাজারে আত্মপ্রকাশ করা Realme GT Neo 6 SE ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ হতে পারে। যদি এই তথ্য সত্যি হয় তবে আসন্ন ও বিদ্যমান উভয় ফোনই অনুরূপ ফিচার অফার করবে।

জানিয়ে রাখি, Realme GT Neo 6 SE স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০০ নিট পিক ব্রাইটনেস সমর্থিত 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। ভালো পারফরম্যান্সের জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর, যা কিনা আসন্ন Realme GT 6T মডেলেও ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছে সংস্থা। এদিকে ছবি তোলার জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আবার ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের Sony সেলফি শুটার লক্ষ্যণীয়। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।