লঞ্চ হতে না হতেই লাখ লাখ মানুষের নজর কেড়েছে এই Realme ফোন, কাল প্রথম Sale-এ পাবেন ছাড়ে

প্রায় দু বছর ‘GT’ ফোন লঞ্চ থেকে বিরত থাকার পর, গত সপ্তাহে Realme GT 6T নামক নতুন হাই-পারফরম্যান্স স্মার্টফোন লঞ্চ করে ভারতের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে Realme। এমনকি আজ দুপুরে দুই ঘণ্টার জন্য এই ফোনের আর্লি অ্যাক্সেস সেলও দিয়েছে তারা, যেখানে এটি অসাধারণ ছাড়ে বিক্রি হয়েছে। তবে আপনি যদি কোনো কারণে Realme GT 6T কেনার এই সুযোগ মিস করে থাকেন, তাহলে মনখারাপের প্রয়োজন নেই। কেননা আগামীকাল অর্থাৎ ২৯শে মে থেকে এর প্রথম অফিসিয়াল সেল শুরু হবে।

প্রসঙ্গত, লেটেস্ট Realme GT 6T ভারতের প্রথম ফোন যাতে Snapdragon 7+ Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, এছাড়া হ্যান্ডসেটটিতে রয়েছে শক্তিশালী ক্যামেরা সিস্টেম, 1.5K ডিসপ্লে, 120W ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার।

আগামীকাল থেকে Realme GT 6T-এর অফিসিয়াল সেল, দাম কত?

রিয়েলমি জিটি ৬টি ফোনটির প্রথম অফিসিয়াল সেল শুরু হবে কাল দুপুর ১২টায়। আগ্রহীরা অ্যামাজন ইন্ডিয়া (Amazon India), রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট (realme.com) এবং অফলাইন স্টোরগুলি থেকে এটি কিনতে পারবেন। বলে রাখি, এই লেটেস্ট রিয়েলমি ফোনটি চারটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে – এক্ষেত্রে এটি কিনতে সর্বনিম্ন ৩০,৯৯৯ টাকা খরচ হবে, যা স্মার্টফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। অন্যদিকে এর ৮ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩২,৯৯৯ টাকা, যেখানে ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ৩৫,৯৯৯ টাকা এবং ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

বলে রাখি, আর্লি অ্যাক্সেসের মতোই ফার্স্ট সেলেও ক্রেতারা রিয়েলমি জিটি ৬-এর চারটি স্টোরেজ ভার্সনে ৪,০০০ টাকার ব্যাঙ্ক অফার, ২,০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং ৬ মাস পর্যন্ত সময়ের নো-কস্ট ইএমআই স্কিম কাজে লাগাতে পারবেন। সব মিলিয়ে ফোনটি হাতে পাওয়া যাবে বেশ সস্তাতেই।

Realme GT 6T ফোনের স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ৬টি হাই-পারফরম্যান্স স্মার্টফোনে গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশনের সাথে ১-১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮-ইঞ্চি 1.5K (রেজোলিউশন ২৭৮০×১২৬৪ পিক্সেল) LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বর্তমান ১২০ ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি। আবার ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (Sony LYT-600 সেন্সর) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা অফার করে।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

28 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago