Realme GT Neo 3T অবশেষে ভারতে আসছে, 64 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনের দাম কত

Realme প্রায় কয়েক মাস ধরে ভারতীয় বাজারে তাদের লেটেস্ট স্মার্টফোন Realme GT Neo 3T -কে লঞ্চ করার জন্য টিজার রিলিজ করে যাচ্ছিলো। তবে আজ সংস্থাটি অবশেষে আলোচ্য মডেলটির জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করলো। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, আগামী কয়েক দিনের মধ্যেই আমরা হয়তো GT Neo সিরিজের এই নয়া স্মার্টফোনটিকে আত্মপ্রকাশ করতে দেখবো। চলুন অফিসিয়াল লঞ্চের আগে আসন্ন Realme GT Neo 3T স্মার্টফোনের ভারতীয় সংস্করণ কি ফিচার ও কত দামে আসতে পারে তা জেনে নেওয়া যাক।

রিয়েলমি জিটি নিও ৩টি -এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার (Realme GT Neo 3T expected specifications & features)

রিয়েলমি জিটি নিও ৩টি স্মার্টফোনকে কয়েক মাস আগেই ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ করা হয়েছিল। তাই আমরা ইতিমধ্যেই উক্ত ফোনটির ইন্দোনেশিয়ান সংস্করণে উপস্থিত ফিচার সম্পর্কে অবহিত। আশা করা হচ্ছে এই হ্যান্ডসেটের ভারতীয় সংস্করণে প্রায় অনুরূপ ফিচার দেখতে পাওয়া যাবে। এক্ষেত্রে, আলোচ্য ডিভাইসটি ৬.৬২-ইঞ্চির এইচডি প্লাস AMOLED E4 ডিসপ্লে প্যানেল সহ এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে৷ নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

আবার উন্নত পারফরম্যান্সের জন্য, Realme GT Neo 3T ফোনে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 3.1 রম রয়েছে। তবে ডিভাইসটিতে ৫ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচার সাপোর্ট করে বলেও দাবি করেছে রিয়েলমি। আবার এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম ওএস ইনস্টলড থাকছে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই স্মার্টফোনে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আর ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করে।

রিয়েলমি জিটি নিও ৩টি -এর সম্ভাব্য দাম (Realme GT Neo 3T expected Price)

Realme GT Neo 3T স্মার্টফোনের সঠিক লঞ্চের তারিখ বা বিক্রয় মূল্যের এখনও জানা যায়নি। তবে ফোনটিকে ইন্দোনেশিয়ায় ৫,৪৯৯,০০০ রুপিয়ায় লঞ্চ করা হয়েছিল। যার দরুন আমরা আশা করতে পারি যে, এটি হয়তো ৩০,০০০ টাকার কমে ভারতে আত্মপ্রকাশ করবে।