বড় খবর! Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের ডেলিভারির তারিখ ঘোষণা হল

বাউন্স (Bounce Infinity) ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ করা তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Infinity E1-এর উৎপাদনের কথা ঘোষণা করল। সংস্থাটি রাজস্থানের ভিওয়াদির কারখানায় ই-স্কুটারটির উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছে। বাউন্স ঘোষণা করেছে যে আগামী ১৮ এপ্রিল থেকে গ্রাহকদের জন্য Infinity E1-এর ডেলিভারি শুরু হতে চলেখে৷ ।

এই প্রসঙ্গে Bounce-এর সহ প্রতিষ্ঠাতা এবং সিইও বিবেকানন্দ হাল্লেকেরে বলেন, “খুব শীঘ্রই Infinity E1 আমাদের কারখানা থেকে ডেলিভারির জন্য বের হবে। আমরা ভীষণ রোমাঞ্চিত এই ভেবে যে প্রথম লটের স্কুটারগুলি সমগ্র ভারতের অপেক্ষমান গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। আমরা সকলেই ভারতের বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ সম্পর্কে উৎকন্ঠিত। এবং এর একটি অংশ হতে পেরে গর্বিত।”

বাউন্সের ভিওয়াদির কারখানায় বর্তমানে ২০০-র অধিক কর্মী কর্মরত এবং বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ লক্ষ ইউনিট। ‌এছাড়া দক্ষিণ ভারতে অপর একটি কারখানা নির্মাণের পরিকল্পনা করছে সংস্থাটি। যেখানে বছরে ৫ লক্ষের অধিক ই-স্কুটার উৎপাদন হবে । প্রসঙ্গত, Bounce Infinity-র E1 ব্যাটারি ছাড়া এবং ব্যাটারি সমতে, দু’ভাবেই কেনার বিকল্প রয়েছে।

বৈদ্যুতিক স্কুটারটি পাঁচটি রঙের বিকল্পে উপলব্ধ – স্পোর্টি রেড, স্পার্কেল ব্ল্যাক, পার্ল হোয়াইট, ডেজার্ট সিলভার এবং কমেট গ্রে। এতে ২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক রয়েছে৷। রেঞ্জ ৮৫ কিমি বলে দাবি করেছে সংস্থাটি। আগামীতে ভারতের ১০টি শহরে কমপক্ষে ৩০০টি ব্যাটারি সোয়াপিং বা ব্যাটারি বদলের স্টেশন গড়ে তোলার পরিকল্পনা করছে তারা।