Realme GT Neo 3T ট্রিপল রিয়ার ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন

রিয়েলমি আজ তাদের GT Neo 3 সিরিজের লঞ্চ ইভেন্টে বহুল প্রত্যাশিত Realme GT Neo 3T হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটে উন্মোচন করেছে। এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 870 এবং Adreno 650 জিপিইউ সহ এসেছে। আবার এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া, এটি ব্লুটুথ ৫.২, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই-এর মতো কানেক্টিভিটি অপশনগুলিও অফার করে। চলুন Realme GT Neo 3T-এর দাম, লভ্যতা ও সকল স্পেসিফিকেশন গুলি দেখে নেওয়া যাক।

রিয়েলমি জিটি নিও ৩টি-এর মূল্য এবং উপলব্ধতা (Realme GT Neo 3T Price and Availability)

মার্কিন যুক্তরাষ্ট্রে রিয়েলমি জিটি নিও ৩টি-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬৯.৯৯ ডলার (প্রায় ৩৬,৫০০ টাকা)। আবার এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ৫০৯.৯৯ ডলার (প্রায় ৩৯,৬০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। আগ্রহী ক্রেতারা রিয়েলমি জিটি নিও ৩টি-কে ড্যাশ ইয়েলো, ড্রিফটিং হোয়াইট এবং শেড ব্ল্যাক- এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নিতে পারবেন।

রিয়েলমি জিটি নিও ৩টি-এর স্পেসিফিকেশন (Realme GT Neo 3T Specifications)

রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে ৬.৬২ ইঞ্চির ই৪ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং এইচডিআর ১০+ সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য রয়েছে অ্যাড্রেনো ৬৫০ (Adreno 650) জিপিইউ। এই অক্টা-কোর প্রসেসরটির একটি প্রাইম কোর ৩.১৯ গিগাহার্টজ গতিতে রান করে, তিনটি কোরের ক্লক স্পিড ২.৪২ গিগাহার্টজ এবং চারটি এফিসিয়েন্সি কোর রান করে ১.৮ গিগাহার্টজ গতিতে। রিয়েলমি জিটি নিও ৩টি-এ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme GT Neo 3T-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT Neo 3T ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া ওই নতুন হ্যান্ডসেটে ব্লুটুথ ৫.২, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ভিসি কুলিং এবং ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম মিলবে।

উল্লেখ্য, Realme GT Neo 3T-এর ড্যাশ ইয়েলো এবং ড্রিফটিং হোয়াইট কালার ভ্যারিয়েন্ট দুটির রিয়ার প্যানেলে চেকার্ড ফ্ল্যাগ ডিজাইন রয়েছে, যেখানে শেড ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটি ম্যাট ফিনিশের সাথে এসেছে। ফোনটি ৮.৬৫ মিলিমিটার পুরু এবং এর ওজন ১৯৫ গ্রাম।

Ananya Sarkar

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

30 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

39 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

55 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

60 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago