৭০০০ টাকা ডিসকাউন্ট, Realme GT Neo 3T লঞ্চের আগেই লোভনীয় অফারের টোপ

বহুল প্রতীক্ষিত Realme GT Neo 3T স্মার্টফোনের ভারতীয় লঞ্চ তারিখ ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে, যা আগামীকাল অর্থাৎ ১৬ই সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। তবে লঞ্চের আগেই, চলমান ‘Realme Festive Days’ প্রচারের অংশ হিসাবে আলোচ্য স্মার্টফোনের সাথে ভারী ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করলো Realme৷ টেক ব্র্যান্ডটির দাবি অনুসারে, তাদের এই আপকামিং হ্যান্ডসেটকে আত্মপ্রকাশের পর ধার্য রিটেল মূল্যের উপর ৭,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সাথে কিনতে সক্ষম হবেন গ্রাহকেরা। আর এই ডিসকাউন্টের সাথে ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট সহ আসা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৮০ ওয়াট চার্জিংয়ের স্মার্টফোন হয়ে উঠবে। যদিও ফোনটির দামের বিশদ এখনও গোপন রাখা হয়েছে। তবে সংস্থার দাবির উপর ভিত্তি করে, GT Neo-সিরিজের এই নব্য সংযোজনটি তুলনায় কম দামে লঞ্চ হবে বলেই আমরা আশা করছি। চলুন আসন্ন Realme GT Neo 3T স্মার্টফোনের ফিচার-তালিকাটি দেখে নেওয়া যাক।

রিয়েলমি জিটি নিও ৩টি -এর স্পেসিফিকেশন ও ফিচার (Realme GT Neo 3T specifications & features)

রিয়েলমি জিটি নিও ৩টি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬২-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED E4 ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ আসবে। স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 3.1 রম পাওয়া যাবে। তবে, ফোনটি অতিরিক্তভাবে ৫ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেড র‍্যাম ফিচার সমর্থন করবে বলেও দাবি করেছে রিয়েলমি।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমির এই আসন্ন স্মার্টফোনে ডুয়াল-LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে। এই ক্যামেরাগুলি হবে – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য আলোচ্য ডিভাইসে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT Neo 3T -তে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

রিয়েলমি জিটি নিও ৩টি -এর সম্ভাব্য দাম (Realme GT Neo 3T expected price)

সংস্থার তরফ থেকে এখনো রিয়ালমি জিটি নিও ৩টি স্মার্টফোনের দামের বিশদ প্রকাশ্যে আনা হয়নি। তবে গত জুলাই মাসে, ডিভাইসটিকে ইন্দোনেশিয়ায় ৫,৪৯৯,০০০ রুপিয়ায় লঞ্চ করা হয়েছিল আমাদের অনুমান, ভারতে এই ফোনের দাম ৩০,০০০ টাকার কমই রাখা হবে। আর প্রযোজ্য ডিসকাউন্টের সাথে আরো সস্তায় রিয়েলমি জিটি নিও ৩টি -কে পকেটস্থ করা যাবে।