Realme GT Neo 5 key Features revealed

দশ মিনিটের মধ্যে ব্যাটারি পুরো চার্জ হবে, লঞ্চের আগেই Realme GT Neo 5 এর মুখ্য ফিচার ফাঁস

রিয়েলমি জানুয়ারি মাসেই Realme GT Neo 5 নামে একটি নতুন সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি বিশ্বের প্রথম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে আগামী ৫ জানুয়ারি চীনা মার্কেটে লঞ্চের ঘোষণা করা হতে পারে। তাই এখন থেকেই প্রচার পর্ব শুরু করে দিয়েছে সংস্থা। মার্কেটিংয়ে ব্যবহৃত তেমনই একটি পোস্টার থেকে Realme GT Neo 5-এর তিনটি প্রধান ফিচার সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। সেগুলি কী কী জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Realme GT Neo 5-এর নতুন পোস্টার

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-তে রিয়েলমি জিটি নিও ৫-এর একটি পোস্টার ফাঁস হয়েছে, যা প্রকাশ করেছে যে, রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপটি ২৪০ চার্জিং সাপোর্ট করবে। ২৪০ ওয়াটের চার্জারের সাথে সম্ভবত ১০ মিনিটেরও কম সময়ে ফোনটি সম্পূর্ণ চার্জ করা যাবে।

এছাড়াও তাতে উল্লেখ করা যে, রিয়েলমি জিটি নিও ৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরার সাথে আসবে। আর, পোস্টারে ফোনের যে ডিজাইন দেখা গেছে, তা চলতি মাসের শুরুতে একটি রেন্ডারেও প্রদর্শিত হয়েছিল।

https://techgup.com/mobiles/realme-gt-neo-5-key-features-revealed-snapdragon-8-plus-gen-1-soc-240w-charging-sony-ois-camera/
দশ মিনিটের মধ্যে ব্যাটারি পুরো চার্জ হবে, লঞ্চের আগেই Realme Gt Neo 5 এর মুখ্য ফিচার ফাঁস

প্রসঙ্গত, Realme GT Neo 5-এর রিয়ার প্যানেলে দুটি ক্যামেরার রিং সহ একটি বড় ব্লক দেখা যাবে। ওপরের রিংটিতে প্রাইমারি ক্যামেরাটি অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে, আর দ্বিতীয়টিতে দুটি ক্যামেরা সেন্সর অবস্থান করবে। ট্রিপল ক্যামেরা ইউনিটের পাশাপাশি এই রিয়েলমি ফোনে একটি উল্লম্ব এলইডি স্ট্রিপও থাকবে। আবার শোনা যাচ্ছে যে, GT Neo 5 দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে আসবে। একটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। আর ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ অন্য মডেলটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করতে পারে।

ফোনের সামনে, সম্ভবত ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে যা একটি ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে৷ Realme GT Neo 5-এর অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, GT Neo 5-এর প্রধান ক্যামেরাটি সম্ভবত একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সাথে যুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, এতে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। রিয়েলমির এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যামের সাথে বাজারে আসতে পারে। ফোনটির সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করতে পারে। এটিতে আরজিবি লাইটও থাকবে বলে অনুমান।