Realme আনছে বিশ্বের প্রথম 240W ফাস্ট চার্জিং ফোন, নাম কী

রিয়েলমি (Realme) বর্তমানে একটি নতুন GT সিরিজের স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি আগামী সপ্তাহে চীনের বাজারে তাদের নতুন প্রিমিয়াম হ্যান্ডসেট হিসেবে Realme GT Neo 5-এর ওপর থেকে পর্দা সরাতে পারে। এই ডিভাইসটি চলতি বছরের শুরুতে ১৫০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হওয়া GT Neo 3 সিরিজের উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। যদিও, GT Neo 5 সিরিজের লঞ্চের নির্দিষ্ট তারিখটি এখনও প্রকাশ্যে আসেনি, তবে আশা করা যায় রিয়েলমি শীঘ্রই এই বিষয়ে আরও তথ্য ঘোষণা করবে। প্রসঙ্গত, এই আসন্ন লাইনআপের অধীনে GT Neo 5 এবং GT Neo 5 Pro-এই দুটি মডেল বাজারে পা রাখবে বলে জানা গেছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার নতুন রিয়েলমি হ্যান্ডসেটগুলির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই এগুলির মূল স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করেছেন। চলুন তাহলে Realme GT Neo 5 সিরিজের প্রত্যাশিত স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Realme GT Neo 5 সিরিজের স্পেসিফিকেশন

আগেই উল্লেখ করা হয়েছে যে, রিয়েলমি জিটি নিও ৫ সিরিজে দুটি স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে। কোম্পানি স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি প্রো মডেলটিও বাজারে লঞ্চ করতে পারে। আর এবার জনপ্রিয় টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট ছাড়া জিটি নিও ৫ এবং জিটি নিও ৫ প্রো – উভয় স্মার্টফোনই প্রায় একই রকম স্পেসিফিকেশন অফার করবে।

এই ডিভাইসগুলিতে ২,৭৭২ × ১,২৪০ পিক্সেলের ১.৫কে (1.5K) রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। কোম্পানি নতুন জিটি নিও ৫ সিরিজের ফোনগুলির রিফ্রেশ রেট সাপোর্টকে ১২০ হার্টজ থেকে ১৪৪ হার্টজে আপগ্রেড করেছে বলে জানা গেছে। উভয় ফোনের ওপরের অংশে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকতে পারে। ডিভাইসগুলি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। তবে, এর আগে কিছু লিক নির্দেশ করেছিল যে, নিও ৫ সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসরটি ব্যবহার করা হবে।

আবার, Realme GT Neo 5 সিরিজের ডিভাইসগুলির পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে বলেও দাবি করেছেন টিপস্টার। এই সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সরটি থাকবে। জানিয়ে রাখি, OnePlus 11 5G-এর প্রধান ক্যামেরা সেন্সরটিও এই একই রকম বলে জানা গেছে। আরও প্রকাশ হয়েছে যে, ফোন দুটিতে এফ/১.৭৯ অ্যাপারচার সহ একটি সহায়ক লেন্স এবং একটি ২৫ মিলিমিটারের টেলিফটো লেন্স উপস্থিত থাকবে। ডিভাইসগুলি ০.৬ থেকে ২০এক্স জুম সাপোর্ট করবে।

এছাড়াও, Realme GT Neo 5 সিরিজে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকবে। ফোনে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হবে এবং এটি আরজিবি (RGB) লাইটনিংয়ের সাথে আসবে, যা প্রায়শই গেমিং হ্যান্ডসেটগুলিতে দেখতে পাওয়া যায়।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, GT Neo 5 লাইনআপের দুটি ফোনের একটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি স্ট্যান্ডার্ড মডেল হতে পারে। অন্যদিকে, প্রো মডেলটি অপেক্ষাকৃত ছোট ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে এবং এটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। সবশেষে, এই রিয়েলমি ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলি ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।