পাবেন সুপারহিট পারফরম্যান্স, Realme GT Neo 5 আসছে 16GB র‌্যামের সাথে

Realme GT Neo 5 স্মার্টফোনকে Realme GT 3 240W ইতিমধ্যেই বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছে

Realme তাদের একটি লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করার ঘোষণা করলো। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি গত ৯ই ফেব্রিয়ারি চীনের বাজারে আত্মপ্রকাশ করা Realme GT Neo 5 150W স্মার্টফোনের প্রসঙ্গে। লঞ্চের সময়ে এটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে উপলব্ধ ছিল। কিন্তু শীঘ্রই এটি নতুন ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে Realme।

রিয়েলমি জিটি নিও ৫ স্মার্টফোনের নতুন স্টোরেজ বিকল্প নিয়ে আসার কথা ঘোষণা করা হলেও, এই নয়া ভ্যারিয়েন্টের দাম কত রাখা হবে তা এখনও নিশ্চিত করেনি সংস্থাটি। এক্ষেত্রে জানিয়ে রাখি, উক্ত ফোনের বিদ্যমান ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ৩০,১০০ টাকা), ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,৫০০ টাকা), এবং ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৯০০ টাকা) রাখা হয়েছিল। ফলে আসন্ন ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনকে, ২,৮৯৯ থেকে ৩,০৯৯ ইউয়ান (ভারতীয় মূল্য প্রায় ৩৪,৯০০ – ৩৭,৩০০ টাকা) মূল্যে লঞ্চ করা হবে বলে আমাদের অনুমান।

Realme GT Neo 5 এর স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি নিও ৫ ১৫০ ওয়াট স্মার্টফোনে ৬.৭৪-ইঞ্চির ১.৫কে OLED ডিসপ্লে আছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৪৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট সহ এসেছে। এতে LPDDR5x র‍্যাম এবং UFS 4.0 স্টোরেজ মিলবে। ফটো এবং ভিডিওগ্রাফির জন্য ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ফোনটিতে ১৫০ ওয়াট চার্জিং টেকনোলজি সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। রিয়েলমির দাবি অনুযায়ী, এই ব্যাটারি মাত্র ২৫ মিনিটে ফোনকে ১০০% চার্জ করতে সক্ষম।

প্রসঙ্গত Realme GT Neo 5 স্মার্টফোনকে ২৪০ ওয়াট চার্জিং বিকল্পের সাথেও নিয়ে আসা হয়েছে। যদিও এতে সামান্য ছোট আকারের অর্থাৎ ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই মডেলটি দুটি স্টোরেজ বিকল্পে এসেছে, যথা – ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ। যেগুলির দাম যথাক্রমে ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৮,৫০০ টাকা) এবং ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪২,১০০ টাকা)।

আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, Realme GT Neo 5 স্মার্টফোনকে Realme GT 3 240W ইতিমধ্যেই বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছে। তবে ফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্টের স্টোরেজ বিকল্পও বাড়ানো হবে কিনা সেই সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।