Vi VIP Number: বিনামূল্যে ভিআইপি নম্বর দিচ্ছে ভোডাফোন আইডিয়া, এভাবে করুন বুক

বর্তমানে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার জন্য সকলেই একটু স্মার্ট এবং আধুনিক হয়ে উঠতে চাইছেন। তাই নিজের স্ট্যাটাসটা আর পাঁচজনের থেকে একটু আলাদা করতে প্রত্যেকেই এখন নানাবিধ নিত্যনতুন তথা চমকপ্রদ কাজ করছেন, যাতে সকলে তাকে একটু অন্য নজরে দেখে। আর সেজন্য চলতি সময়ে হু হু করে বাড়ছে ভিআইপি (VIP) নম্বরের চাহিদা। যারা জানেন না তাদেরকে বলে রাখি, ভিআইপি নম্বরকে মূলত একটি স্ট্যাটাস সিম্বল মনে করা হয়। খুব সহজেই মনে রাখার জন্য এই নম্বরগুলিতে একই ধরনের বেশ কয়েকটি ডিজিট থাকে। তবে চাইলেই কিন্তু ভিআইপি নম্বর পাওয়া যায় না, এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় ইউজারদেরকে। কখনো অনেক বেশি টাকা খরচ কিংবা অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার অফিসে বারংবার ছুটোছুটি করতে হয়।

এবার ঘরে বসেই মিলবে Vi এর VIP SIM

তবে এখন কিন্তু ইউজাররা চাইলে ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে একটি ভিআইপি নম্বর পেতে পারবেন, এবং তার জন্য গ্রাহকদেরকে আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। একথা শুনে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে, কীভাবে সম্পূর্ণ নিখরচায় ভিআইপি নম্বর পাওয়া যাবে? সেক্ষেত্রে জানিয়ে রাখি, দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই) এখন তাদের গ্রাহকদের বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে ভিআইপি নম্বর সরবরাহ করছে। ফলে গ্রাহকরা সম্পূর্ণ নির্ঝঞ্ঝাটে এক টাকাও খরচা না করে ঘরে বসেই হাতের মুঠোয় পেয়ে যেতে সক্ষম হবেন একটি ভিআইপি সিম। আর এই সিম পেতে গেলে কী করতে হবে, সেই কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

বাড়িতে বসে Vi-এর VIP SIM পেতে গেলে যা করতে হবে

আপনি যদি ভিআইপি সিম কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনাকে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে আপনি ‘জুস পিওর ফ্রি প্রিমিয়াম ভিআইপি ফ্যান্সি নম্বর’ বেছে নেওয়ার অপশন পাবেন। এখানে অনেকগুলি নম্বরের মধ্যে থেকে আপনাকে আপনার পছন্দানুযায়ী নম্বরটি বেছে নিতে হবে। সেক্ষেত্রে আপনার নম্বরটি প্রিপেইড হবে নাকি পোস্টপেইড, সেটাও উল্লেখ করা বাধ্যতামূলক। এরপর বাড়িতে বসেই ভিআইপি সিম কার্ডটি পাওয়ার জন্য আপনাকে আপনার বাড়ির পিন কোডসহ ঠিকানা এন্টার করতে হবে। পিন কোড এন্টার করা মাত্রই কত দিনের মধ্যে আপনার বাড়িতে সিম কার্ডটি গিয়ে পৌঁছোবে, তা সংস্থার তরফ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

এরপর আপনার কাছ থেকে একটি মোবাইল নম্বর জানতে চাওয়া হবে, আর সেজন্য আপনাকে আপনার বিদ্যমান ফোন নম্বরটি এন্টার করতে হবে। তারপর সেই নম্বরে একটি ওটিপি আসবে, যেটি আপনাকে Vodafone Idea-র অফিসিয়াল সাইটে এন্টার করতে হবে। এই পর্যন্ত সমস্ত ধাপগুলি যথাযথভাবে অনুসরণ করলেই আপনার ভিআইপি সিমটির অর্ডার প্রসেস সফলভাবে সুসম্পন্ন হবে, এবং সিমটি সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে। অর্থাৎ, ঘরে বসে কোনো ঝক্কি ছাড়াই সম্পূর্ণ নিখরচায় হাতে পেয়ে যাবেন একটি ভিআইপি নম্বর।