লঞ্চের আগেই শোরগোল, Realme GT Neo 5 SE এর ফিচার প্রকাশ পেতেই চক্ষু চড়কগাছ

রিয়েলমি (Realme) আগামী ৪ এপ্রিল চীনে GT Neo 5 SE স্মার্টফোনট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এটি গত ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Realme GT Neo 5-এর কমদামী ভার্সন। যদিও, এই ফোনটিকে নিয়ে প্রযুক্তি মহলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলেছে, তবে লঞ্চের তারিখ ঘোষণার পর রিয়েলমি সোশ্যাল মিডিয়ায় Realme GT Neo 5 SE-এর মূল স্পেসিফিকেশনগুলি টিজ করা শুরু করেছে। ব্র্যান্ডের তরফ থেকে এখন তাদের আসন্ন ডিভাইসটির ব্যাটারি এবং চার্জিং সংক্রান্ত তথ্যগুলি প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Realme GT Neo 5 SE-এর ব্যাটারি ও চার্জিং স্পেসিফিকেশন

রিয়েলমি দ্বারা প্রকাশিত লেটেস্ট টিজার অনুসারে, রিয়েলমি জিটি নিও ৫ এসই বড় ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ইউনিটের সাথে আসবে এবং এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এগুলি ছাড়া, ব্র্যান্ডটি নতুন টিজারে জিটি সিরিজের পরবর্তী ফোনটির সম্পর্কে কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করেনি। তবে লঞ্চ ইভেন্টের দিনটি যত এগিয়ে আসবে, জিটি নিও ৫ এসই-এর আরও প্রোমোশনাল টিজার সামনে আসবে বলে আশা করা যায়।

ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, রিয়েলমি জিটি নিও ৫ এসই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। গ্লসি অনুভূমিক আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল সহ টেক্সচার্ড ব্যাক প্যানেল ছাড়া, এটির ডিজাইন সদ্য গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি ৩-এর মতোই হবে। তবে, এতে জিটি ৩-এ থাকা এলইডি লাইটগুলি অনুপস্থিত থাকবে। জানিয়ে রাখি, এই রিয়েলমি জিটি ৩ ফোনটি আসলে চীনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ৫-এর গ্লোবাল সংস্করণ।

এছাড়াও টিজার অনুযায়ী, Realme GT Neo 5 SE-এর সামনের দিকে পাতলা বেজেল সহ একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে থাকবে। এটি ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) ডিমিং অফার করবে। ডিসপ্লে প্যানেলটি ওলেড (OLED) হবে বলে অনুমান করা হচ্ছে, কারণ কোম্পানি GT Neo 5 SE-এর অলওয়েজ-অন-ডিসপ্লে ফিচারটিও টিজ করেছে, যা ওলেড প্যানেলেই সাপোর্ট করে।

উল্লেখ্য, Realme GT Neo 5 SE-এর বাকি বিশদ বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে, ডিভাইসটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে। আর ফটোগ্রাফির জন্য, এটিতে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকতে পারে।