বিশাল 6,000mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Honor Play 50 Plus, সস্তায় দুর্দান্ত ফিচার্স, দেখতেও ব্যাপক

অনর চীনে তাদের Play সিরিজের অধীনে একটি এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Honor Play 50 Plus। এই ফোনটির প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৯০ হার্টজের এলসিডি স্ক্রিন, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং একটি বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি গত বছরের Honor Play 40 Plus-এর উত্তরসূরি হিসাবে এসেছে। আসুন তাহলে এই নবাগত অনর ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor Play 50 Plus-এর স্পেসিফিকেশন এবং ফিচার

অনর প্লাস ৫০ প্লাস-এ পাঞ্চ-হোল ডিজাইন সহ ৬.৮ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। স্ক্রিনটি ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:০৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৮৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। অনর প্লাস ৫০ প্লাস-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট এবং এটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ। অনর প্লাস ৫০ প্লাস অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, অনর প্লাস ৫০ প্লাস-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, অনর প্লাস ৫০ প্লাস-এ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, Honor Play 50 Plus-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে হাই-রেস অডিও সাপোর্ট সহ ডুয়েল স্পিকার, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল সিম সাপোর্ট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্ট। অবশেষে, ডিভাইসটির পরিমাপ ১৬৬.৭ x ৭৬.৫ x ৮.২৪ মিলিমিটার এবং ওজন ১৯৯ গ্রাম।

Honor Play 50 Plus-এর দাম ও লভ্যতা

চীনে Honor Play 50 Plus ফোনটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে উচ্চতর মডেলটির দাম ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,০৭০ টাকা)। ফোনটিকে ম্যাজিক নাইট ব্ল্যাক, মো ইউকিং (সবুজ), স্টার পার্পল এবং স্ট্রিমিং সিলভারের মতো চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। Honor Play 50 Plus ভারতে কবে আসবে, সে সম্পর্কে এখনও কোম্পানির তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।