প্রথমবার রিয়েলমির ফোনে এই সুবিধা, Realme GT Neo 5 হবে গেম চেঞ্জার

রিয়েলমি আজ তাদের অফিসিয়াল ওয়েইবো হ্যান্ডেলে পোস্ট শেয়ার করার মাধ্যমে নিশ্চিত করেছে যে, আসন্ন রিয়েলমি জিটি নিও ৫ স্মার্টফোনে আইআর ব্লাস্টার (IR Blaster) সেন্সর সমর্থন করবে

Realme বর্তমানে তাদের হোম মার্কেটে Realme GT Neo 5 স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে আগামী ৯ই ফেব্রুয়ারি স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে চীনে আত্মপ্রকাশ করবে বলে সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে। একই সাথে হালফিলে একটি টিজার পোস্টারে আসন্ন এই মডেলের বেশ কয়েকটি বিশেষত্বও প্রকাশ্যে এনেছে Realme। জানা গেছে ফোনটি ২৪০ ওয়াট ফাস্ট দ্রুত চার্জিং প্রযুক্তি সমর্থন করবে, যা মাত্র কয়েক মিনিটের মধ্যে ডিভাইসকে ১০০% চার্জ করবে। আবার এর ব্যাক প্যানেলে মাল্টি-কালার LED স্ট্রিপ থাকবে, যা হ্যান্ডসেটে চলমান বিষয়বস্তুর উপর নির্ভর করে রঙ পরিবর্তন এবং ব্লিঙ্ক করবে। আজ আবার সংস্থাটি তাদের এই নয়া হ্যান্ডসেটে IR ব্লাস্টার সেন্সরের উপস্থিতি নিশ্চিত করেছে।

IR Blaster সহ আসবে Realme GT Neo 5, নিশ্চিত করলো স্বয়ং সংস্থা

রিয়েলমি আজ তাদের অফিসিয়াল ওয়েইবো (Weibo) হ্যান্ডেলে পোস্ট শেয়ার করার মাধ্যমে নিশ্চিত করেছে যে, আসন্ন রিয়েলমি জিটি নিও ৫ স্মার্টফোনে আইআর ব্লাস্টার (IR Blaster) সেন্সর সমর্থন করবে। জানিয়ে রাখি, এই প্রথমবার রিয়েলমি তাদের কোনো ডিভাইসকে আইআর ব্লাস্টারের সাথে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কার্যকারিতার কথা বললে, আইআর ব্লাস্টার একটি স্মার্টফোনকে যেকোনো ইলেকট্রনিক ডিভাইস পরিচালনা করার জন্য রিমোট কন্ট্রোলার হিসাবে ব্যবহার করার সুবিধা প্রদান করে। এক্ষেত্রে আইআর সিগন্যাল সমর্থন করে এমন ডিভাইসগুলি হল – এয়ার কন্ডিশনার বা এসি, স্মার্ট টিভি বা ফ্যান।

Realme GT Neo 5

সংস্থা দ্বারা প্রকাশ্যে আনা তথ্যের সৌজন্যে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে, রিয়েলমি জিটি নিও ৫ – আইআর ব্লাস্টার, মাল্টি-কালার LED স্ট্রিপ এবং ২৪০ ওয়াট ফাস্ট-চার্জিং প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে এই সকল তথ্যের পাশাপাশি স্মার্টফোনটির ডিজাইন কেমন হবে সেই তথ্যও ফাঁস হয়েছে। জানা গেছে, আলোচ্য ফোনের ব্যাক প্যানেলে “ডেয়ার টু লিপ” (Dare to leap) লেখা দুটি স্ট্রিপ থাকবে। আর টিজার পোস্টারে এটিকে পার্পেল কালারে দেখা গেছে। এক্ষেত্রে কালার বিকল্প এবং ডিজাইনের দিক থেকে, এই আসন্ন হ্যান্ডসেটটি অনেকটা বিদ্যমান Realme GT Neo 3 মডেলের অনুরূপ হবে।

Realme GT Neo 5 এর পিছনের দিকে কালো রঙ দিয়ে হাইলাইট করা একটি ক্যামেরা বাম্প বা মডিউল লক্ষ্যণীয়। এর মধ্যে দুটি বৃত্তাকার ক্যামেরা কাটআউট এবং LED স্ট্রিপ বিদ্যমান থাকবে। এক্ষেত্রে উপরের কাটআউটে অবস্থান করবে প্রাইমারি সেন্সর এবং দ্বিতীয় কাটআউটে সহায়ক লেন্স ও একটি LED ফ্ল্যাশ লাইট উপস্থিত থাকবে।