গেমারদের জন্য সেরা ডিসপ্লে, Realme GT Neo 5 লঞ্চের পরেই সাড়া ফেলবে

Realme GT Neo 5 দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার একটিতে থাকবে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে

Realme GT Neo 5 নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে‌। গত ডিসেম্বরে এই ফোনটিকে প্রথমবার TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। জানা গিয়েছিল যে এই ফোনে ৬.৭৪ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন (২৭৭২ x ১২৪০ পিক্সেল) অফার করবে। আজ আবার কোম্পানির তরফে Realme GT Neo 5 এর ডিসপ্লে স্পেসিফিকেশন সামনে এসেছে।

আজ কোম্পানির তরফে একটি টিজার পোস্টার রিলিজ করা হয়েছে। জানা গেছে, রিয়েলমি জিটি নিও ৫ ফোনে পাঞ্চ হোল ডিজাইনের ফ্লাট ডিসপ্লে থাকবে। রিয়েলমি জানিয়েছে, এই ডিসপ্লে দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স দেবে। এটি ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ১৫০০ হার্টজ ই-স্পোর্টস ইঞ্জিন সাপোর্ট করবে।

Realme GT Neo 5  144hz refresh rate Display Confirmed

এর আগে জানা গিয়েছিল, রিয়েলমি জিটি নিও ৫ ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। আবার এতে LPDDR5X র‌্যাম থাকবে। ফোনটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলবে।

Realme GT Neo 5 দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার একটিতে থাকবে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্য ভ্যারিয়েন্টে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি রিয়ার সেন্সর পাওয়া যাবে। এছাড়া থাকবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। আগামী ৯ ফেব্রুয়ারি চীনে ফোনটি লঞ্চ হবে।