Realme GT Neo 6 SE Processor

ধামাকার নাম Realme, পুরো নতুন প্রসেসর দিয়ে বাজারে আনছে ব্র্যান্ড-নিউ স্মার্টফোন

Realme GT Neo 6 সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। গতকালই একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, এই লাইনআপে Snapdragon 7+ Gen 3 এবং 8s Gen 3 নামে দুই অঘোষিত Qualcomm চিপসেট ব্যবহার করা হবে। আর এখন Snapdragon 7+ Gen 3 চালিত GT Neo 6 সিরিজের ফোনটির নাম প্রকাশ্যে এসেছে। এই মডেলটি SE- ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। ফোনটির সম্পর্কে ঠিক কি কি তথ্য প্রকাশ্যে এল, আসুন জেনে নেওয়া যাক।

Realme GT Neo 6 SE-তে Snapdragon 7+ Gen 3 প্রসেসর

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রিয়েলমি জিটি নিও ৬ এসই মডেলটি SM7675 মডেল নম্বর যুক্ত কোয়ালকম চিপের সাথে বাজারে আসবে। চলতি মাসেঅ চিপটিকে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ হিসেবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আসন্ন প্রসেসরটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর এন৪ (N4) প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা অধিক শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটেও ব্যবহৃত হয়। গত বছর মার্চ মাসে আত্মপ্রকাশ করা স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২-এর উত্তরসূরি মডেলটি তুলনামূলক কম শক্তি খরচ করবে এবং হাই-এন্ড পারফরম্যান্স সরবরাহ করবে বলে আশা করা যায়।

স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ সহ রিয়েলমি জিটি নিও ৬ এসই মডেলটি গত বছরের জিটি নিও ৫ এসই-এর উত্তরসূরি হবে, যেটি স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২-এর সাথে লঞ্চ হয়। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটিতে ১.৫কে রেজোলিউশন সহ ওলেড (OLED) প্যানেল থাকবে এবং এটি ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ।

আবার শোনা যাচ্ছে যে, OnePlus Ace 3V ফোনটি Snapdragon 7+ Gen 3 চিপসেট যুক্ত প্রথম ফোন হতে পারে, যা এই মাসে অর্থাৎ মার্চে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। Realme GT Neo 6 SE চলতি মাসেই, কিন্তু Ace 3V-এর লঞ্চের কিছুদিন পর আত্মপ্রকাশ করতে পারে।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড Realme GT Neo 6-এ Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট থাকবে বলে অনুমান করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, ফোনটি ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি সর্বাধিক ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ সহ আসতে পারে।