নববর্ষের আগেই বাড়ল জল্পনা, Realme 12 Pro+ বাজারে আসতে আর বেশি দেরি নেই

বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড নববর্ষ উপলক্ষ্যে একগুচ্ছ নতুন স্মার্টফোন ভারতে আনতে চলেছে। যেমন আগামী ৪ জানুয়ারি Redmi Note 13 সিরিজ ছাড়াও ফ্ল্যাগশিপ Vivo X100 লাইনআপ এদেশে…

বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড নববর্ষ উপলক্ষ্যে একগুচ্ছ নতুন স্মার্টফোন ভারতে আনতে চলেছে। যেমন আগামী ৪ জানুয়ারি Redmi Note 13 সিরিজ ছাড়াও ফ্ল্যাগশিপ Vivo X100 লাইনআপ এদেশে লঞ্চ হবে। অন্যদিকে, শাওমির আরেক সাব-ব্র্যান্ড পোকো তাদের Poco X6 সিরিজের ওপর থেকে পর্দা সরাবে বলে শোনা যাচ্ছে।আবার জানুয়ারিতে স্যামসাং (Samsung) ভারতীয় বাজারে Galaxy S24 লাইনআপ লঞ্চ করবে বলে খবর। আর এখন রিয়েলমিও (Realme) একটি নতুন স্মার্টফোন লঞ্চের ইঙ্গিত দিয়ে ভারতীয় ক্রেতাদের উত্তেজনার পারদ আরও বাড়িয়েছে।

Realme-এর নতুন স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে

রিয়েলমির শেয়ার করা নতুন টিজার ইমেজটিতে সাংকেতিকভাবে, “নো পেরিস্কোপ, নো ফ্ল্যাগশিপ”- কথাটি লেখা রয়েছে। যার অর্থ হতে পারে ব্র্যান্ডটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে রিয়েলমি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা দ্বারা সজ্জিত তাদের প্রথম ফ্ল্যাগশিপ ফোন হিসাবে রিয়েলমি জিটি ৫ প্রো লঞ্চ করেছে।

আবার এও অনুমান করা হচ্ছে যে, রিয়েলমি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে যা পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসবে। যদিও পেরিস্কোপ টেলিফটো সেন্সর প্রধানত ফ্ল্যাগশিপেই দেখতে পাওয়া যায়। সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, রিয়েলমি ১২ প্রো প্লাস ৩x অপটিক্যাল জুম সহ ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসবে। এই হাই-এন্ড ক্যামেরাটি ওয়ানপ্লাস ১২, আইকো ১২ সিরিজ এবং ভিভো এক্স১০০-এর মতো ফ্ল্যাগশিপ ফোনে দেখতে পাওয়া যায়।

অন্যদিকে, রিয়েলমি ১২ প্রো-এ ২x অপটিক্যাল জুম সহ একটি ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭০৯ টেলিফটো ক্যামেরা অবস্থান করবে বলে শোনা যাচ্ছে। Realme GT 5 Pro-এ Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট থাকলেও Realme 12 Pro সিরিজে Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহৃত হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, GT 5 Pro ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সাইটে দেখা যায়নি। কিন্তু Realme 12 Pro+ এবং Realme 12 Pro যথাক্রমে RMX3840 এবং RMX3842 মডেল নম্বর সহ ইতিমধ্যেই বিআইএস-এর অনুমোদন লাভ করেছে, যা শীঘ্রই ভারতে লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে Realme 12 Pro+ জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে লঞ্চ হতে পারে।