iPhone 14 Pro এর আলোচিত ফিচার টুকতে চলেছে এবার Realme

অ্যাপল গত ৭ সেপ্টেম্বর তাদের ‘ফার আউট’ ইভেন্টে নতুন ডায়নামিক আইল্যান্ড ফিচারটির সাথে আইফোন 14 লাইনআপটি উন্মোচন করার পর থেকেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতারাও তাদের ডিভাইসে এই নতুন বৈশিষ্ট্যটি যুক্ত করার কথা বিবেচনা করছে। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, রেডমি তাদের আসন্ন Redmi K60 হ্যান্ডসেটে এই বিশেষ ফিচারটি ব্যবহার করার পরিকল্পনা করছে। আর এখন জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রিয়েলমি (Realme)-এর লেটেস্ট কমিউনিটি পোস্টটি ইঙ্গিত করে যে, তারাও আসন্ন ডিভাইসে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো একটি ফিচার বাস্তবায়ন করার কথা ভাবছে। কোম্পানিটি তাদের গ্রাহকদের নতুন স্মার্টফোনে অনুরূপ ডিজাইন গ্রহণ করার বিষয়ে মতামত জানতে চেয়েছে। এমনকি ব্র্যান্ডটি রিয়েলমি ফোনে ডায়নামিক আইল্যান্ড-এর মতো ফিচার বাস্তবায়নের বিষয়ে ধারণা সংগ্রহের জন্য ‘রিয়েলমি আইল্যান্ড – ক্রিয়েটর চ্যালেঞ্জ’ (Realme Island – Creators Challenge) নামে একটি প্রতিযোগিতাও শুরু করেছে। প্রসঙ্গত, Apple iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মডেলগুলিতে নোটিফিকেশন ও অন্যান্য কার্যকলাপগুলি প্রদর্শন করতে এবং সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরগুলি হাউজ করার জন্য যে কালো পিল-আকৃতির কাটআউটটি রয়েছে, সেটিকেই অ্যাপল ‘ডায়নামিক আইল্যান্ড’ হিসেবে বাজারজাত করেছে।

এবার Realme-এর ফোনেও দেখা যেতে পারে ডাইনামিক আইল্যান্ড-সদৃশ ফিচার, আইডিয়া পেতে চালু হল প্রতিযোগিতাও

রিয়েলমি তাদের কমিউনিটি ফোরামে একটি ‘রিয়েলমি আইল্যান্ড – ক্রিয়েটর চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা চালু করেছে, যাতে সংস্থা কীভাবে রিয়েলমি ডিভাইসে ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ একটি ফিচারের প্রয়োগ করতে পারে সে সম্পর্কে অনুরাগীদের ধারণা এবং মতামত জানতে চেয়েছে। কোম্পানি দাবি করেছে যে, প্রস্তাবিত সফ্টওয়্যার বৈশিষ্ট্যটি ক্যামেরা কাটআউটকে একটি বহুমুখী ফিচারে পরিণত করবে। রিয়েলমি জানিয়েছে যে, ক্যামেরা হোলের চারপাশের ইউআই (UI) ইনকামিং ফোন কল, অ্যালার্ট, নোটিফিকেশন এবং আরও অনেক কিছু প্রদর্শন করতে বিভিন্ন আকার এবং আকৃতিতে রূপান্তরিত হতে পারে।

প্রসঙ্গত, আগ্রহী ব্যবহারকারীরা অফিসিয়াল গ্লোবাল কমিউনিটি পেজে গিয়ে চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণকারীরা একটি সম্ভাব্য রিয়েলমি আইল্যান্ডটি দেখতে কেমন হবে এবং এটি কিভাবে কাজ করবে তা বর্ণনা করে হাতে আঁকা ছবি, জিআইএফ (GIF) বা টেক্সট পোস্ট করতে পারেন। রিয়েলমি “তাদের মৌলিকতা, ব্যাপকতা এবং সম্ভাব্যতা”-এর ওপর ভিত্তি করে তিনটি সেরা প্রস্তাবকে বাছাই করবে এবং সংস্থার অফিসিয়াল ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোল চালাবে। কোম্পানি নিশ্চিত করেছে যে, সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রস্তাবটি ভবিষ্যতে বাস্তবায়নের জন্য রিয়েলমির ইউজার ইন্টারফেস (UI) ডেভেলপাররা বিবেচনা করবে। প্রতিযোগিতার জন্য এন্ট্রিগুলি ২১ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যেতে পারে এবং সম্পর্কিত পোলটি আগামী ২২ সেপ্টেম্বর কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে লাইভ হবে৷ সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রস্তাবটি ২৪ সেপ্টেম্বর প্রদর্শিত হবে৷

উল্লেখ্য, রিয়েলমিই একমাত্র সংস্থা নয়, যারা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে ডায়নামিক আইল্যান্ড বৈশিষ্ট্যটি অনুকরণ করতে চাইছে। শাওমি চায়না-এর প্রেসিডেন্ট লু ওয়েইবিং সম্প্রতি ব্যবহারকারীদের কাছে জানতে চেয়েছেন যে, তারা কোম্পানির হ্যান্ডসেটে “স্মার্ট আইল্যান্ড” ফিচারটি দেখতে চান কিনা। এক্ষেত্রে জানাই, অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডটি শুধুমাত্র Pro মডেল অর্থাৎ iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এ ব্যবহৃত হয়েছে, যা নোটিফিকেশন এবং স্ট্যাটাস ইন্ডিকেটরগুলি প্রদর্শনের একটি নতুন উপায় প্রদান করেছে।