Categories: Mobiles

মাত্র 5 বছরে বিশ্ব জয় Realme-র, বিক্রি করলো 20 কোটি স্মার্টফোন

চীনের একাধিক স্মার্টফোন নির্মাতারা গ্লোবাল মার্কেটে নিজেদের ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসার করেছে। তবে হালফিলে Realme একটা নতুন রেকর্ড গড়ার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলিকে প্রতিযোগিতায় অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। জানা গেছে, লঞ্চের সময় অর্থাৎ ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে সংস্থাটি বিশ্বব্যাপী ২ কোটিরও বেশি স্মার্টফোন ইউনিট চালান করেছে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, চীনা ব্র্যান্ডটি ২০১৮ থেকে ২০২১ সাল অর্থাৎ ৩ বছরের মধ্যে ১ কোটি স্মার্টফোন বিক্রি করার মাইলস্টোন অতিক্রম করে। আর ২০২১ থেকে ২০২৩ সাল অর্থাৎ মাত্র ২ বছরের ভিতর আরো ১ কোটিরও বেশি স্মার্টফোন ইউনিট শিপমেন্ট করে আরেকটি নয়া রেকর্ড তৈরি করেছে। যার দরুন ২৪% মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়ে Realme বর্তমানে ভারতে ‘সর্বোচ্চ স্মার্টফোন বিক্রেতা’ সংস্থাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে আছে।

২ কোটি স্মার্টফোন বিক্রির পরিসংখ্যান পার করলো Realme

মার্কেট রিসার্চার ফার্ম কাউন্টারপয়েন্ট (Counterpoint) এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে রিয়েলমির মার্কেট শেয়ার ৫১% বৃদ্ধি পেয়েছে। যার দরুন, দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাটি যেখানে ভারতীয় বাজারের সেরা-১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকার তৃতীয় স্থানে ছিল, তৃতীয় প্রান্তিকে পৌঁছে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবে রিয়েলমি এই সময়ে শুধুমাত্র নিজের র‍্যাঙ্কিং উর্দ্ধমুখী করেনি, পাশাপাশি ২ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রির মাইলস্টোন অতিক্রম করে সকলকে চমকেও দিয়েছে।

প্রসঙ্গত রিয়েলমি, ২০২২ সাল থেকে স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি করতে এবং ভারত সহ বিশ্ববাজারে নিজেদের ব্যবসার প্রসার ঘটাতে একটা নতুন মার্কেটিং কৌশল অবলম্বন করেছে, যা কিনা ‘সিম্পলি বেটার স্ট্র্যাটেজি’ নামে পরিচিত। এই নতুন মার্কেটিং স্ট্র্যাটেজির অধীনে সংস্থাটি এমন স্মার্টফোন তৈরির কাজে নিযুক্ত হয়েছে, যা বাজারে উপলব্ধ অন্যান্য মোবাইলের তুলনায় – দুর্দান্ত ডিজাইন, আরো ভালো পারফরম্যান্স এবং ইউজার এক্সপিরিয়েন্স প্রদান করবে। এছাড়াও রিয়েলমি তাদের ডিভাইসের নির্দিষ্টভাবে চারটি বিভাগ আপগ্রেডেড রাখার দিকেও মনোনিবেশ করেছে, যথা – ডিসপ্লে, ফটোগ্রাফি, গেমিং এবং চার্জিং। মনে করা হচ্ছে, রিয়েলমি অল্প সময়ের মধ্যেই ২ কোটিরও বেশি স্মার্টফোন ইউনিট শিপমেন্টের রেকর্ড এই মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে সম্ভব হয়েছে।

উল্লেখ্য , ২০১৮ সালের ৪ঠা মে Realme -এর যাত্রা শুরু হয়। এই টেক ব্র্যান্ডটি লঞ্চের সময় থেকে এতদিন শুধুমাত্র ভারতেই ৭ কোটিরও বেশি গ্রাহক তৈরী করতে সক্ষম হয়েছে। সর্বোপরি নিত্যনতুন উদ্ভাবনী বৈশিষ্ট্যের সাথে ডিভাইস লঞ্চ করার দরুন সংস্থাটি ক্রেতাদের থেকে দারুন প্রতিক্রিয়াও পেয়ে এসেছে। যার প্রমাণ হল সাম্প্রতিক ‘রেকর্ড ব্রেকিং সেল’ এর খবর।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago