Realme Narzo 30 5G এর 4GB RAM ভ্যারিয়েন্ট লঞ্চ হল, দাম মাত্র ১৩৯৯৯ টাকা

Realme গত জুন মাসে ভারতে Narzo 30 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা 5G ফোন হিসেবে এটি ভারতে এসেছিল। সেই সময় ফোনটির একটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ছিল – ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। তবে এখন থেকে Realme Narzo 30 5G ফোনটি আরেকটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আজ এই ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি (4GB RAM + 64GB) স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। আগামীকাল থেকে realme.com ও Flipkart-এর মাধ্যমে Realme Narzo 30 5G-এর নতুন ভ্যারিয়েন্ট কেনা যাবে।

Realme Narzo 30 5G এর 4GB RAM ভ্যারিয়েন্টের দাম

ভারতে রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। জানিয়ে রাখি, ফোনটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। রিয়েলমি নারজো ৩০ ৫জি দুটি কালারে পাওয়া যাবে- রেসিং ব্লু ও রেসিং সিলভার।

উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ ২৪ অগাস্ট থেকে realme.com ও Flipkart-এ শুরু হচ্ছে Realme Fan Festival 2021 সেল। এই সেলেই Realme Narzo 30 5G এর নতুন ভ্যারিয়েন্ট কেনা যাবে।

Realme Narzo 30 5G এর 4GB RAM ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

প্রথমেই বলি, রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনের জন্য নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট আনা হলেও অন্যান্য স্পেসিফিকেশন একই রাখা হয়েছে। এই ফোনে আছে ৬০০ নিটস পিক ব্রাইটনেস ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ARM Mali-G57 জিপিইউ সহ অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। রিয়েলমি নারজো ৩০ ৫জি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Realme Narzo 30 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার), ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ (এফ/২.১ অ্যাপারচার)।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme Narzo 30 5G ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির পেয়েছে। এই ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি এই ফোনের ব্যাটারি ৪২ ঘন্টা কলিং, ১৬ ঘন্টা ভিডিও ও ৬৫৫ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম অফার করবে। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

Realme Narzo 30 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস-এ চলবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে আছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই ফাই, ব্লুটুথ ভি ৫.১, জিপিএস / এ-জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটির ওজন ১৮৫ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Puja Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

26 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

41 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

52 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago