Realme-র এই 5G ফোনে মিলছে ৩,০০০ টাকার ছাড়, আজই কিন্তু অফারের শেষ দিন

একথা ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছেন যে, আর মাত্র কয়েকটা সপ্তাহের মধ্যেই দেশবাসীর হাতের মুঠোয় আসতে চলেছে সুপারফাস্ট 5G (৫জি) নেটওয়ার্ক পরিষেবা। যদিও বিগত দুই বছর ধরেই 5G স্মার্টফোন ব্যাপকভাবে বিক্রি হচ্ছে, কিন্তু পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কের লঞ্চ একেবারে চরম পর্যায়ে এসে যাওয়ার কারণে এই বিশেষ হ্যান্ডসেট কেনার ধুম আরো বাড়ছে। আসলে রোলআউট হওয়া মাত্রই যাতে রকেট স্পিডের নেট সার্ভিস উপভোগ করা যায়, তাই অনেকেই এখন আগেভাগেই একটি 5G ফোন কিনে একদম প্রস্তুত হয়ে থাকছেন। সেক্ষেত্রে আপনিও যদি হালফিলে একটি ব্র্যান্ড-নিউ 5G ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আসলে এই মুহূর্তে জনপ্রিয় টেক কোম্পানি Realme (রিয়েলমি) ভারতীয় ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারের আওতায় ইউজাররা কোম্পানির ওয়েবসাইট থেকে ৩,০০০ টাকা ছাড়ে Realme Narzo 30 5G (রিয়েলমি নারজো ৩০ ৫জি) ফোনটি কিনতে পারবেন।

আজ অবধিই উপলব্ধ থাকবে এই অফার

প্রথমেই বলে রাখি যে, উক্ত ডিসকাউন্ট অফারটি কেবলমাত্র প্রিপেইড অর্ডারের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে ছাড় পেতে আগ্রহীদের রিয়েলমি নারজো ৩০ ৫জির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজবিশিষ্ট মডেল কিনতে হবে, যার দাম ১৬,৯৯৯ টাকা। আবার, আইসিআইসিআই ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা পেয়ে যাবেন ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই অফারটি ৩১ আগস্ট অর্থাৎ আজ পর্যন্ত ভ্যালিড থাকবে। অর্থাৎ, ৩,০০০ টাকা ছাড়ে গ্রাহকরা যদি এই নজরকাড়া স্মার্টফোনটি কিনতে চান, তাহলে আজই কিন্তু তার শেষ দিন, নইলে এই সুবর্ণ সুযোগ এক্কেবারে হাতছাড়া হয়ে যাবে! তাহলে এবার চলুন, রিয়েলমি নারজো ৩০ ৫জির ফিচার বা স্পেসিফিকেশনের উপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Realme Narzo 30 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমির এই ফোনটিতে ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশনসহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৫%। ডাইমেনসিটি ৭০০ ৫জি (Dimensity 700 5G) প্রসেসর চালিত এই হ্যান্ডসেটটিতে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ এক টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ আসা এই হ্যান্ডসেটটিতে দেখা যাবে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0)।

ফটোগ্রাফির জন্য, এই ফোনের পিছনে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোট্রেট লেন্স এবং একটি ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যান্য ফিচারের কথা বললে Realme Narzo 30 5G-তে কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ৫জি, ৪জি (4G), জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো বিকল্প মজুত রয়েছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago