Categories: Mobiles

প্রথমবার সুযোগ হাতছাড়া করেছেন? Realme Narzo 60 Pro 5G ফোনে দ্বিতীয় বার আসছে Android 14 আপডেট

Realme বর্তমানে তাদের একাধিক স্মার্টফোনের জন্য লেটেস্ট Android 14 ভিত্তিক Realme UI 5.0 আপডেট রিলিজ করার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে সংস্থার তরফ থেকে আজ ঘোষণা করা হল যে, গত জুলাই মাসে আত্মপ্রকাশ করা Realme Narzo 60 Pro 5G স্মার্টফোনের জন্য Realme UI 5.0 কাস্টম ইউজার ইন্টারফেসের দ্বিতীয় আর্লি অ্যাক্সেস পোগ্রাম চালু করা হল।

ইতিমধ্যেই যারা এই কাস্টম স্কিনের প্রথম আর্লি অ্যাক্সেস টেস্টিংয়ে নাম নথিভুক্ত করেছেন তাদের জানিয়ে রাখি, নয়া আপডেটটি বেশকয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তনের সাথে এসেছে। যেমন, প্যান্টানাল সার্ভিসে ফ্লুইড ক্লাউডের সাহায্যে ব্যবহারকারীরা এখন সহজেই মরফিং ফর্ম ব্যবহার করে রিয়েল-টাইম তথ্যাদি চেক করতে পারেন। আবার ফাইল ডক ফিচার, অ্যাপ এবং ডিভাইসের মধ্যে কনটেন্ট স্থানান্তরের কাজ সহজ করে তুলবে৷ সংস্থাটি, অন্যান্য ডিভাইসের সাথে ফোনের সংযোগ উন্নত করার জন্যও কিছু পরিবর্তন এনেছে। আবার আরো বেশি সংখ্যক উইজেট অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। অধিকন্তু, ফোনের জন্য আরো নিরাপদ ফটো এবং ভিডিও পারমিশন প্রদানও নিশ্চিত করবে Realme UI 5.0 আর্লি অ্যাক্সেস বিল্ড ২।

তদুপরি, আলোচ্য আপডেটের অধীনে ইউজার ইন্টারফেসের ডিজাইন রিফ্রেশ করা হয়েছে। নতুন রিংটোন এবং নোটিফিকেশন সাউন্ড অফার করা হবে। সর্বোপরি, ব্র্যান্ডটি একটি এমন অভিনব বৈশিষ্ট্য যোগ করেছে যা ব্যবহারকারীদের গাড়ি চালানোর পরিবর্তে হেঁটে যাতায়াত করলে কতটা কার্বন সংরক্ষণ করা সম্ভব তা দেখাবে।

তবে নতুন আপডেট, বিশেষত আর্লি অ্যাক্সেস রিলিজ করা হলে তাতে সুবিধা যেমন ভরপুর মেলে তেমনি কিছু সমস্যাও অন্তর্ভুক্ত থাকে। এক্ষেত্রে, Realme UI 5.0 আর্লি অ্যাক্সেস বিল্ড ২ -এ স্লাইডিং উইন্ডোতে সমস্যা দেখা দিতে পারে এবং গ্ল্যান্স লক-স্ক্রিন ফিচার অনুপস্থিত থাকতে পারে বলে জানা গেছে।

যেসকল Realme Narzo 60 Pro 5G স্মার্টফোন মালিকেরা নয়া Realme UI 5.0 আর্লি অ্যাক্সেস ২ আপডেটের অধীনে আবেদন করতে ইচ্ছুক তাদের জানিয়ে রাখি, এর অ্যাপ্লিকেশন চ্যানেল গত ২৫শে ডিসেম্বর থেকে ওপেন করে দেওয়া হয়েছে। তবে যেহেতু সীমিত ব্যাচে আবেদন গৃহীত হচ্ছে, সেহেতু আগেভাগে আবেদন করে রাখার পরামর্শ দিচ্ছি আমরা।

Android 14 Realme UI 5.0 Early Access 2 -এর জন্য কীভাবে আবেদন করবেন?

  • আবেদন করার জন্য প্রথমেই ডিভাইসের ‘সেটিংস’ সেকশনে চলে যান। এখানে থাকা ‘অ্যাবাউট ডিভাইস’ বিকল্পে ট্যাপ করুন।
  • এবার উপরের দিকে “Realme UI 4.0” লেখা একটি ব্যানার দেখতে পারবেন, এখানে ট্যাপ করুন৷
  • নতুন উইন্ডো খুললে তার ঠিক উপরিভাগে ডানদিকে কোণায় ‘থ্রী ডট’ ড্রপ-ডাউন মেনু বারে ট্যাপ করুন। এখানে ‘বিটা প্রোগ্রাম’ লেখা অপশনটি চয়ন করুন।
  • এবার ‘আর্লি অ্যাক্সেস’ বিকল্পটি বেছে নিন।
  • এরপর ‘অ্যাপ্লাই নাও’ -এ ট্যাপ করুন।
  • পরিশেষে, প্রয়োজনীয় ব্যক্তিগত বিবরণ জমা দিলেই আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

21 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

27 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

36 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

47 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago