Categories: Mobiles

Realme-এর ধামাকা, 15,000 টাকার মধ্যে আনছে সেরা স্মার্টফোন, ফিচার্স চমকে দেবে

প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আগামীকাল, 24 এপ্রিল ভারতে একটি নতুন লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। সেখানে কোম্পানি Realme Narzo 70 সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরাবে বলে শোনা যাচ্ছিল। ব্র্যান্ডটি ইতিমধ্যেই Realme Narzo 70x 5G লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছিল। আর এখন, রিয়েলমির তরফে ঘোষণা করা হয়েছে যে, স্ট্যান্ডার্ড Narzo 70 5G-ও একই দিনে লঞ্চ হবে। চলুন তাহলে আসন্ন লঞ্চের আগে, এই ফোনটির সর্ম্পকে কি কি তথ্য এখনও পর্যন্ত জানা গেছে, দেখে নেওয়া যাক।

Realme Narzo 70 আগামীকালই ভারতে আসছে

রিয়েলমি নার্জো 70 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর থাকবে। ফলে মনে করা হচ্ছে যে এটি সাব-15,000 টাকার প্রাইস পয়েন্টের মধ্যে দ্রুততম ফোন হতে চলেছে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি বড় ভেপার চেম্বার, উন্নত ভিজুয়ালের জন্য 120 হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং বৃত্তাকার মডিউলে অবস্থিত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সমন্বিত ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটিতে ডুয়াল-টোন ফিনিশও দেখা যাবে।

অন্যদিকে, Realme Narzo 70x 5G ফোনটিও আগামীকালের লঞ্চ ইভেন্টে পেশ করা হবে বলে আগেই জানানো হয়েছে। তখনই স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পূর্ণরূপে প্রকাশ করা হবে। তবে ইতিমধ্যেই জানা গেছে যে, ফোনটি 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে অফার করবে। আর এটি স্ট্যান্ডার্ড মডেলের থেকেও সস্তা হবে বলে শোনা যাচ্ছে, যা 12,000 টাকারও কম মূল্যে পাওয়া যাবে। এছাড়া, Narzo 70x 5G শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বাজেট রেঞ্জের Realme Narzo 70 সিরিজের এই ফোনগুলি মিড-রেঞ্জের Realme P1 সিরিজের উন্মোচনের পর ভারতের বাজারে পা রাখতে চলেছে। ব্র্যান্ড-নিউ P1 সিরিজটি 120 হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মতো বৈশিষ্ট্য সহ 20,000 টাকার সেগমেন্টকে টার্গেট করে। ফলে অনুরূপ স্পেসিফিকেশন সহ লঞ্চ হতে চলা আসন্ন Narzo 70 লাইনআপের ফোনগুলি আরও লাভদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

26 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

33 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

42 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

53 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago