মাত্র কয়েক ঘন্টা সস্তায় মিলবে রেকর্ড ব্রেকার Realme Narzo 70 Pro 5G ফোন, ছাড় পাবেন 3,000 টাকা

ভারতের বাজারের আকর্ষণ টানতে টেক-লাইফ ব্র্যান্ড Realme কয়েক সপ্তাহ আগে তার অত্যাধুনিক Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই মোবাইল ফোনটি কম দামে অনন্য গ্লাস ডিজাইন, ফ্ল্যাগশিপ ক্যামেরা ও আরও বহু দুর্দান্ত ফিচারের পাশাপাশি স্পর্শ-বিহীন এয়ার জেস্টচার (Air Gesture) ফাংশনের সাথে আসে। আর লঞ্চের পরপরই কোম্পানির প্রত্যাশামতো এটি রেকর্ড সংখ্যায় (গড়ে মিনিটে ৩০০টি) বিক্রিও হয়। সেক্ষেত্রে এখন তারা আগামী ৬ই জুন ‘Realme Savings Day’ নামক একদিনের সেলে ফোনটিকে দামের থেকে সস্তায় বেচার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৬ই জুন দুপুর ১২টা থেকে realme.com ও Amazon.in প্ল্যাটফর্মে রিয়েলমির বিশেষ সেল শুরু হবে, চলবে রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে Realme Narzo 70 Pro 5G কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে।

Realme Narzo 70 Pro 5G-তে ৩ হাজার টাকা অবধি ছাড় দেবে খোদ কোম্পানি

রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ – এর মধ্যে ৮ জিবি ও ১২৮ জিবি মডেল ১৯,৯৯৯ টাকায় বাজারে এসেছিল, যেখানে ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনটির লঞ্চ প্রাইস ছিল ২১,৯৯৯ টাকা। সেক্ষেত্রে রিয়েলমি সেভিংস ডে উপলক্ষে স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২৮ জিবি সংস্করণটি ১৬,৯৯৯ টাকায় মিলবে। একইভাবে ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি কিনতে খরচ হবে ১৯,৯৯৯ টাকা।

অর্থাৎ ফোনটিতে সর্বোচ্চ ৩,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। উল্লেখ্য, এর সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে আলাদাভাবে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও থাকবে, যা কাজে লাগালে আরও অনেক টাকা সাশ্রয় করা সম্ভব হবে।

Realme Narzo 70 Pro 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জি স্মার্টফোনে ডুয়াল টোন গ্লাস ডিজাইনের সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, যার সাথে ৮ জিবি LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বর্তমান ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, মার্চে লঞ্চ হওয়া এই রিয়েলমি হ্যান্ডসেটটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সনি আইএমএক্স৮৯০ ওআইএস (OIS) ফ্ল্যাগশিপ সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে। সফ্টওয়্যার ফ্রন্টে এটি চলে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.১ কাস্টম স্কিনের সাহায্যে, যা ২ বছরের ওএস আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবে বলে কোম্পানি জানিয়েছে। তবে, এর অন্যতম আকর্ষণ এয়ার জেস্টচার ফিচার, যা স্ক্রিন টাচ না করে কেবলমাত্র হাতের ইশারায় ইউজারদের কল রিসিভ, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ ইত্যাদি নানা কাজ করতে দেয়।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago