লক্ষ লক্ষ লোকের পছন্দ হবে Realme Narzo 70 Turbo 5G, 12 জিবি র‌্যাম সহ পাওয়া যাবে EIS ক্যামেরা ফিচার

Realme তাদের Narzo 70 সিরিজের নতুন ফোন বাজারে আনতে চলেছে। ইতিমধ্যেই এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ফোন লঞ্চ হয়েছে, যারমধ্যে আছে রিয়েলমি নারজো 70, নারজো…

Realme Narzo 70 Turbo 5G Listed Camera Fv-6 Reveal Ram Storage Colour Options

Realme তাদের Narzo 70 সিরিজের নতুন ফোন বাজারে আনতে চলেছে। ইতিমধ্যেই এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ফোন লঞ্চ হয়েছে, যারমধ্যে আছে রিয়েলমি নারজো 70, নারজো 70এক্স এবং নারজো 70 প্রো। তবে এখন সংস্থাটি Realme Narzo 70 Turbo 5G নামে আরেকটি স্মার্টফোন বিশ্বজুড়ে লঞ্চ করবে।

আসন্ন Realme Narzo 70 Turbo 5G হবে নারজো 70 পরিবারে যুক্ত হতে চলা লেটেস্ট ফোন। আজ 91মোবাইলস ক্যামেরা FV-5 প্ল্যাটফর্মে ডিভাইসটিতে খুঁজে পেয়েছে। এখান থেকে Realme Narzo 70 Turbo 5G এর প্রধান প্রধান ফিচার জানা গেছে।

রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনের র‌্যাম, স্টোরেজ, কালার ভ্যারিয়েন্ট জানা গেল

রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ডিভাইসের মডেল নম্বর RMX5003। পার্পেল, ইয়েলো, গ্রীন কালারে এটি পাওয়া যাবে। রিয়েলমি নারজো 70 টার্বো 5জি এর স্টোরেজ অপশনের কথা বললে, ফোনটি 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‌্যাম+ 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Realme Narzo 70 Turbo 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ক্যামেরা এফভি -5 এর লিস্টিং অনুসারে, Realme Narzo 70 Turbo 5G ফোনে ইআইএস (ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন) এবং এফ/1.9 অ্যাপারচার সহ 12.6 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এটি 4096×3072 রেজোলিউশনের সাথে ছবি তুলতে পাবে। রিয়েলমি একে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে বাজারে আনতে পারে।

এদিকে ফোনটির সামনে ইআইএস এবং এফ/2.5 অ্যাপারচার সহ ক্যামেরা থাকতে পারে এবং এই সেন্সর 2304×1728 রেজোলিউশনের ছবি তুলতে পারবে। Realme Narzo 70 Turbo 5G ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে।