Categories: Mobiles

দ্রুত চার্জিং সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme Narzo N53 ফোনের ফিচার লঞ্চের আগেই সামনে আনল সংস্থা

Realme আগামী ১৮ই মে ভারতের বাজারে তাদের লেটেস্ট স্মার্টফোন মডেল Narzo N53 লঞ্চ করার ঘোষণা করেছে। যদিও অফিসিয়াল লঞ্চের চারদিন আগেই সংস্থাটি তাদের এই আসন্ন হ্যান্ডসেটের জন্য মাইক্রোসাইট লাইভ করেছে। এখান থেকে ডিভাইসটির বেশ কয়েকটি কী-ফিচার আমাদের সামনে এসেছে। জানিয়ে রাখি, হালফিলে উক্ত ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন ফাঁস হয়েছিল অনলাইনে। যা ইঙ্গিত দিচ্ছে আসন্ন মডেলটি সবচেয়ে ‘স্লিম’ Realme স্মার্টফোন হিসাবে আসতে পারে। চলুন Realme Narzo N53 স্মার্টফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

লঞ্চের আগেই Realme Narzo N53 স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে

লেটেস্ট টিজার পোস্টার অনুসারে, আসন্ন রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে। এই ব্যাটারি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে এবং মাত্র ৩৪ মিনিটে ৫০% পর্যন্ত ডিভাইসকে চার্জ করতে সক্ষম হবে বলেও নিশ্চিত করা হয়েছে। ওভার-হিটিংয়ের সমস্যা থেকে ইউজারদের রেহাই দিতে, এতে ওভার-টেম্পারেচার প্রটেকশন সিস্টেম দেওয়া হবে। এছাড়া ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা মডিউলে একটি LED ফ্ল্যাশ উপস্থিত থাকবে বলেও টিজার ইমেজে দেখানো হয়েছে।

পূর্ববর্তী টিজার পোস্টার অনুসারে, Realme Narzo N53 ফোনের বাহ্যিক ডিজাইন অনেকটা পুরোনো প্রজন্মের আইফোন ‘প্রো’ মডেলগুলির অনুরূপ হবে। এটি গোল্ড ফিলামেন্ট কোটিং এবং ক্যালিফোর্নিয়া সানশাইন ডিজাইনের ব্যাক প্যানেল সহ আসবে। ডিভাইসের ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থান করবে। আর নিরাপত্তার জন্য পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড থাকবে। ফোনটির ডিসপ্লের উপরিভাগে ওয়াটার-ড্রপ নচ কাটআউট লক্ষ্যণীয়। রিয়েলমি নারজো এন৫৩ মডেলটি ৭.৪৯ মিমি পুরু হবে।

Realme Narzo N53 স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন এখনো জানা সম্ভব হয়নি। যদিও পুরোনো কয়েকটি লিকে দাবি করা হয়েছে যে, এই ফোন ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন সহ আসবে। নির্ধারিত র‌্যাম ছাড়াও এতে ৮ জিবি পর্যন্ত ডাইনামিক ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে। এছাড়া আপকামিং Realme Narzo N53 স্মার্টফোনকে লঞ্চ-পরবর্তী সময়ে – গোল্ডেন এবং ব্ল্যাক কালার বিকল্পে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago