Categories: Mobiles

কম দামে দুর্দান্ত ফিচার, Realme Narzo N53 নাকি Redmi 12C কেনা লাভজনক দেখে নিন

গতকাল অর্থাৎ ১৮ই মে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Realme Narzo N53। ক্যালিফোর্নিয়া সানশাইন ডিজাইনের সাথে আসা এই নয়া হ্যান্ডসেটে – IPS LCD ডিসপ্লে, ৬ জিবি পর্যন্ত র‍্যাম, সর্বোচ্চ ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির মতো ফিচার বিদ্যমান। আর এর দাম শুরু হচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকা থেকে। এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে Redmi 12C এর। এদের দাম ও ফিচারের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। ফলে উক্ত দুটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটের মধ্যে কোনটি সেরার সেরা এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা Realme Narzo N53 এবং Xiaomi Redmi 12C স্মার্টফোন দুটির মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

Realme Narzo N53 vs Redmi 12C : ডিসপ্লে, সেন্সর

রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনে ৬.৭৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ব্যবহারকারিদের ডেটা নিরাপদ রাখতে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

রেডমি ১২সি ফোনের সামনে দেখা যাবে ৬.৭১-ইঞ্চির এইচডি প্লাস (১,৬৫০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ২০.৬:৯ এসপেক্ট রেশিও, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং ৭০% NTSC কালার গ্যামেট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ডিভাইসে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

Realme Narzo N53 vs Redmi 12C : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

পারফরম্যান্সের জন্য রিয়েলমি নারজো এন৫৩ ফোনটি ইউনিসক টি৬১২ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাবে এই ডিভাইসে পাওয়া যাবে ৬ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং ১২৮ জিবি রম।

রেডমি ১২সি স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। এই হ্যান্ডসেটে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি স্টোরেজ মিলবে।

Realme Narzo N53 vs Redmi 12C : ক্যামেরা সেটআপ

ক্যামেরা বিভাগের কথা বললে, Realme Narzo N53 স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের। এদিকে, ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার বিদ্যমান থাকছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Redmi 12C স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি ডেপ্থ সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme Narzo N53 vs Redmi 12C : ব্যাটারি, কানেক্টিভিটি পোর্ট

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনে মিলবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩৪ মিনিটে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম। তদুপরি কানেক্টিভিটির বিকল্প হিসাবে এই হ্যান্ডসেটে – একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত।

পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১২সি স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আবার কানেক্টিভিটি অপশন হিসাবে এতে সামিল রয়েছে – ডুয়েল সিম স্লট, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷

Realme Narzo N53 vs Redmi 12C : দাম

ভারতীয় বাজারে রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে ১০,০০০ টাকায় লঞ্চ করা হয়েছে। এই বাজেট রেঞ্জের ডিভাইসটিকে – ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

এদেশে রেডমি ১২সি স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের বিক্রয় মূল্য থাকছে ১০,৯৯৯ টাকা। এটি চারটি কালার অপশনে এসেছে – গ্রাফাইট গ্রে, ওশান ব্লু, মিন্ট গ্রিন এবং ল্যাভেন্ডার পার্পল।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago