Categories: Mobiles

Realme Narzo N63 ফোনের ভারতে সেল শুরু, ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট কিনুন মাত্র ৭,৯৯৯ টাকায়

গত ৫ই জুন ভারতে আত্মপ্রকাশ করে Realme Narzo N63। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১০ই জুন স্মার্টফোনটি সংস্থার ওয়েবসাইট ও ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এর মাধ্যমে প্রথমবার এদেশে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। Narzo-সিরিজের এই নয়া হ্যান্ডসেটের দাম এদেশে ৮,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। তবে সেল অফারের লাভ ওঠাতে পারলে ফ্লাট ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। যারপর এটি নূন্যতম ৭,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে। চলুন Realme Narzo N63 ফোনের দাম, লঞ্চ অফার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Realme Narzo N63 স্মার্টফোনের দাম ও সেল অফার

এদেশের বাজারে রিয়েলমি নারজো এন৬৩ স্মার্টফোন মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে ৮,৪৯৯ টাকা। আবার টপ-এন্ড ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এটি – লেদার ব্লু এবং টোয়ালাইট পার্পেল কালারে উপলব্ধ।

সেল অফারে কথা বললে, ডিভাইসটির উভয় স্টোরেজ বিকল্পের সাথে ফ্লাট ৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার ফলে ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন দুটি সীমিত সময়ের জন্য যথাক্রমে ৭,৯৯৯ টাকায় ও ৮,৪৯৯ টাকায় কেনা যাবে। এই অফার ১৪ই জুন পর্যন্ত বৈধ থাকবে। আগ্রহীরা – সংস্থার ওয়েবসাইট (realme.com), রিয়েলমি ই-স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon.in) থেকে স্মার্টফোনটি আজ এই মুহূর্ত থেকে কিনতে পারবেন।

Realme Narzo N63 এর স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো এন৬৩ স্মার্টফোনে রয়েছে ৬.৭৪-ইঞ্চির LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৬০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে রেইনওয়াটার স্মার্ট টাচ বৈশিষ্ট্যের সুবিধা সহ এসেছে। ভালো পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটে ইউনিসক টি৬১২ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এই ফোনে অতিরিক্তভাবে আরো ৪ জিবি ডাইনামিক র‍্যাম ফিচারও সাপোর্ট করে।

Realme Narzo N63 মোবাইলের পিছনে LED ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল AI প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি শুটার বর্তমান। ভালো সাউন্ড সরবরাহের জন্য মিলবে আল্ট্রাবুম স্পিকার সিস্টেম। আবার সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোন – এয়ার জেসচার, মিনি ক্যাপসুল ২.০, ডায়নামিক বাটন, গেম স্পেসের মতো একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme Narzo N63 ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ব্যাটারি একবার চার্জে ৩৮.৮ দিনের স্ট্যান্ডবাই টাইম, ১৭.৪ ঘন্টার ইউটিউব প্লেটাইম, ২০.৬ ঘন্টার হোয়াটসঅ্যাপ টাইম, ৯১,৪ ঘন্টার মিউজিক প্লেব্যাক টাইম, ২২.৬ ঘন্টার টুইটার সারভিং টাইম এবং ১৭.৪ ঘন্টার ভিডিও প্লেব্যাক টাইম অফার করে। স্মার্টফোনটি ৪৮ মাসের ফ্লুয়েন্সি এবং টিইউভি রাইনল্যান্ড সেফ ফাস্ট চার্জিং সার্টিফিকেশন সহ এসেছে। এই রিয়েলমি মোবাইল ফোন ৭.৭৪ মিমি পুরু এবং ওজনে ১৮৯ গ্রাম। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP54 রেটিং প্রাপ্ত।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

27 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

34 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

43 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

54 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago