মাত্র 10,499 টাকায় মিলছে Realme-র নতুন 5G ফোন, ভিজে হাতে ব্যবহার করলেও চাপ নেই, আছে 50MP ক্যামেরাও

চলতি সপ্তাহের শুরুতেই লঞ্চ হয়েছিল Realme-র নতুন বাজেট স্মার্টফোন Realme Narzo N65 5G, যা আজ ৩১শে মে দুপুর থেকে প্রথমবারের মতো বিক্রির জন্য উপলব্ধ হয়েছে।…

চলতি সপ্তাহের শুরুতেই লঞ্চ হয়েছিল Realme-র নতুন বাজেট স্মার্টফোন Realme Narzo N65 5G, যা আজ ৩১শে মে দুপুর থেকে প্রথমবারের মতো বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এখন ১৫ হাজার টাকার কম দামে একটি ভালো ফোন কিনতে চান, তাহলে এটিই বেছে নিতে পারেন। কেননা এমনিতে সস্তা হলেও ফার্স্ট সেলে Realme Narzo N65 আরও বেশ খানিকটা ছাড়ে উপলব্ধ হয়েছে। আর এই স্মার্টফোনটিতে 50MP AI ক্যামেরা, 5000mAh ব্যাটারি থেকে শুরু করে IP54 রেটিংয়ের মতো ফিচার আছে। আসুন, ঝটপট Realme Narzo N65 5G ফোনের দাম, অফার, উপলব্ধতা ও স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য এক নজরে দেখে নিই।

Realme Narzo N65 5G-এর দাম, লভ্যতা: ফার্স্ট সেলে কী অফার পাবেন?

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি স্মার্টফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য ১১,৪৯৯ টাকা, যেখানে ৬ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি কিনতে গেলে ১২,৪৯৯ টাকা দাম পড়বে। আজ ৩১শে মে দুপুর ১২টা থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-য় এর ফার্স্ট সেল শুরু হয়েছে, যা আগামী ৪ঠা জুন অবধি লাইভ থাকবে। বিশেষ বিষয় হল যে, এই সময়ে স্মার্টফোনটি হাজার টাকা ছাড়ে কেনা যাবে।

উল্লেখ্য, এই রিয়েলমি নারজো ফোনটি অ্যাম্বার গোল্ড এবং ডিপ গ্রিন এই দুটি রঙে উপলব্ধ।

Realme Narzo N65 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে ১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭-ইঞ্চির এইচডি+ (রেজোলিউশন ৭২০×১৬০৪ পিক্সেল) ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ৬ এনএম অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, যার সাথে ৬ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজের বিকল্প বর্তমান। এক্ষেত্রে ৬ জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধাও কাজে লাগানো যাবে, আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে পারবেন ২ টিবি পর্যন্ত। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ফোনটিতে ১৫ ওয়াট কুইক চার্জিং সাপোর্টের ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মেলে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো এন৬৫ ৫জি-তে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (স্যামসাং জেন১ সেন্সর, অ্যাপারচার এফ/১.৮) ও ওমনিভিশন ওভি০৮ডি১০ সেন্সর বিশিষ্ট এআই (AI) ক্যামেরা সেটআপ রয়েছে। সিকিউরিটির জন্য এটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। তাছাড়া ধুলো ও জল প্রতিরোধের জন্য হ্যান্ডসেটটিতে দেওয়া হয়েছে আইপি৬৫ রেটিং।