Realme Narzo N65 5G মাত্র 11499 টাকা থেকে ভারতে লঞ্চ হল, রয়েছে 12 জিবি র‌্যাম সহ অনেক কিছু

Realme আজ ভারতে তাদের Narzo N সিরিজের নতুন 5G স্মার্টফোন, Realme Narzo N65 লঞ্চ করেছে। এতে আছে সর্বাধুনিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৩০০ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত…

Realme আজ ভারতে তাদের Narzo N সিরিজের নতুন 5G স্মার্টফোন, Realme Narzo N65 লঞ্চ করেছে। এতে আছে সর্বাধুনিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৩০০ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম এবং ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম। ফোনটির রিয়ার ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। এতে রয়েছে হালকা ফেদার ডিজাইন এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। চলুন জেনে নেওয়া যাক Realme Narzo N65 ফোনের দাম ও স্পেসিফিকেশন।

Realme Narzo N65 ফোনের দাম (রিয়েলমি নারজো এন৬৫ এর দাম)

রিয়েলমি নারজো এন৬৫ স্মার্টফোন দুটি ভ্যারিয়েন্টে এসেছে । এরমধ্যে ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ স্টোরেজের ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১২,৪৯৯ টাকা।

Realme Narzo N65 ফোনের ফার্স্ট সেল শুরু হবে ৩১ মে, ২০২৪ দুপুর ১২টা থেকে। এই সেল চলবে ৪ জুন, ২০২৪ পর্যন্ত। প্রথম সেলে ৪ জিবি র‌্যাম ১০,৪৯৯ টাকায় এবং ৬ জিবি র‌্যাম ১১,৪৯৯ টাকায় পাওয়া যাবে। Realme Narzo N65 ফোনটি অ্যামাজন ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে।

Realme Narzo N65 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: রিয়েলমি নারজো এন৬৫ ফোনে ১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৬২৫ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি এইচডি + স্ক্রিন আছে।

প্রসেসর ও স্টোরেজ: অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৬এনএম প্রসেসর, ৪ জিবি/৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম, ১২৮ জিবি (ইউএফএস ২.২) স্টোরেজ, ২ টেরাবাইট পর্যন্ত মাইক্রোএসডি মেমোরি সাপোর্ট।

সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিন।

ক্যামেরা: স্যামসাং জেএন১ সেন্সর, এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, অমনিভিশন OV08D10 সেন্সর এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সিকিউরিটি: সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।

ব্যাটারি ও চার্জিং: ১৫ ওয়াট কুইক চার্জ সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। কানেক্টিভিটি অপশন হিসেবে Realme Narzo N65 5G ফোনে পাওয়া যাবে ৫জি, ডুয়েল ৪জি ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, ইউএসবি টাইপ-সি।