৪৫০০ টাকা কমে কিনুন Realme P1 Pro 5G, যেকেউ পাবে এই বেনিফিট

Realme P1 Pro 5G Price Cut: আপনি যদি কম দামে কার্ভড ডিসপ্লে এবং দুর্দান্ত স্পেসিফিকেশনের ৫জি স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ১৫…

Realme P1 Pro 5G Price Drop By 4500 Rupees On Flipkart Check New Price

Realme P1 Pro 5G Price Cut: আপনি যদি কম দামে কার্ভড ডিসপ্লে এবং দুর্দান্ত স্পেসিফিকেশনের ৫জি স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হওয়া রিয়েলমির জনপ্রিয় ফোন রিয়েলমি পি১ প্রো ৫জি এখন কম দামে পাওয়া যাচ্ছে। অর্থাৎ, ৪ মাসের মধ্যেই সস্তা হয়ে গেছে ডিভাইসটি। এই স্মার্টফোনটি ই-কমার্সে সাইটে কোনও অফার ছাড়াই ১৮,৫০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কোথায় এবং কতটা সস্তায় পাওয়া যাচ্ছে রিয়েলমি পি১ প্রো ৫জি।

ফ্লিপকার্টে এত সস্তায় পাওয়া যাচ্ছে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোন

রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের বেস মডেল অর্থাৎ ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। তবে এখন এই মডেলটি ফ্লিপকার্টে ১৮,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ক্রেতারা ব্যাংক অফারের সুবিধা গ্রহণ করে ১,০০০ টাকা ছাড়ও পেতে পারেন। এই ব্যাঙ্ক অফারটি সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের জন্য প্রযোজ্য।

ব্যাঙ্ক অফারের পরে, রিয়েলমি স্মার্টফোনটির দাম কমে দাঁড়াবে ১৭,৪৯৯ টাকা, অর্থাৎ ৪,৫০০ টাকা লঞ্চের সময়ের মূল্যের চেয়ে কম পাবেন। ডিভাইসটি প্যারোট ব্লু ও ফোনিক্স রেড কালারে পাওয়া যাবে। ফ্লিপকার্ট এই ফোনের সাথে এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে।

রিয়েলমি পি১ প্রো ৫জি এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি পি১ প্রো ৫জি স্মার্টফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭-ইঞ্চি সুপার স্লিম থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। ফোনটি ৮.৩৫ মিমি পুরু এবং এর ওজন মাত্র ১৮৪ গ্রাম। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে ৪এনএম অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর এবং অ্যাড্রেনো ৭১০ জিপিইউ। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলে। ইউএসবি টাইপ-সি পোর্ট সহ এই মোবাইলে ৪৫ ওয়াট সুপারভুক ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০-মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেস। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া ফোনটিতে ডলবি অ্যাটমসের সাথে ডুয়াল স্পিকার, রেইন ওয়াটার স্মার্ট টাচ প্রযুক্তি, এয়ার জেসচার এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডারের মতো বৈশিষ্ট্যও রয়েছে।