Realme-র হাত ধরে বাজারে আসছে RMX ফোন, স্পেসিফিকেশন কেমন দেখে রাখুন

কয়েকটি রিপোর্ট সম্প্রতি দাবি করেছে যে, রিয়েলমি RMX3999 মডেল নম্বরের একটি নতুন ফোনের ওপর কাজ করছে। যার অফিশিয়াল নাম এখনও জানা না গেলেও, ফোনটি শীঘ্রই…

কয়েকটি রিপোর্ট সম্প্রতি দাবি করেছে যে, রিয়েলমি RMX3999 মডেল নম্বরের একটি নতুন ফোনের ওপর কাজ করছে। যার অফিশিয়াল নাম এখনও জানা না গেলেও, ফোনটি শীঘ্রই বাজারে পা রাখবে বলে মনে করা হচ্ছে। কারণ একে একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। ফোনটি সর্বপ্রথম গতবছর নভেম্বর মাসে আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছিল। তারপর, এটি ইউরোপের ইউরোপের ইইসি (EEC), ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) এবং সিঙ্গাপুরের এসডিপিপিআই (SDPPI) এবং টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland)-এর অনুমোদন পায়। যদিও, ফোনটি এখনও ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পায়নি, তবে এটি শীঘ্রই এদেশের বাজারে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। চলুন Realme RMX3999 কি কি অফার করতে পারে, দেখে নেওয়া যাক।

Realme RMX3999-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

স্পেসিফিকেশনের দিক থেকে, Realme RMX3999 ফোনটি গত ডিসেম্বরে লঞ্চ হওয়া রিয়েলমি সি৬৭-এর মতোই বলে মনে হচ্ছে। তাই, সামনে ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল থাকতে পারে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়া, টিইউভি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম অনুযায়ী, এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। ডিভাইসটির রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা যাচ্ছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে, যার ওপর রিয়েলমি ইউআই ৫ (Realme Ui 5) কাস্টম স্কিন থাকবে।

জানিয়ে রাখি, ভারতে Realme 12 Pro এবং Realme 12 Pro+ ফ্লিপকার্ট (Flipkart)-এর প্ল্যাটফর্মে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। আসন্ন Realme 12 এবং Realme 12+ একই প্ল্যাটফর্মে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। তাই, সম্ভাবনা রয়েছে যে RMX3999 মডেল নম্বর যুক্ত রিয়েলমি হ্যান্ডসেটটি একটি Narzo-ব্র্যান্ডের ফোন হিসাবে বাজারে আসবে, যা অ্যামাজন (Amazon)-এ বিক্রি করা হবে৷ তবে এই সবকিছুই অনুমান নির্ভর এবং কোম্পানি তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি৷