OnePlus কে টেক্কা দিতে এবার 24GB র‌্যামের ফোন আনছে Realme

গতকালই এক নির্ভরযোগ্য টিপস্টার জানায় যে, OnePlus শীঘ্রই বিশ্বের প্রথম ২৪ জিবি র‍্যামের স্মার্টফোনটি প্রকাশ করবে। এর কিছুপর তিনি ফের জানান যে ওয়ানপ্লাসই একমাত্র ব্র্যান্ড…

গতকালই এক নির্ভরযোগ্য টিপস্টার জানায় যে, OnePlus শীঘ্রই বিশ্বের প্রথম ২৪ জিবি র‍্যামের স্মার্টফোনটি প্রকাশ করবে। এর কিছুপর তিনি ফের জানান যে ওয়ানপ্লাসই একমাত্র ব্র্যান্ড নয়, যারা উচ্চ-ক্ষমতার র‍্যামের সাথে ফ্ল্যাগশিপ ফোন বাজার আনার পরিকল্পনা করছে। রিয়েলমি (Relame)-ও এই দৌড়ে ওয়ানপ্লাসকে টক্কর দিতে নতুন ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Relame-এর নতুন ফোনেও এবার আসন্ন OnePlus Ace 2 Pro-এর মতো ২৪ জিবি র‍্যাম মিলবে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে, রিয়েলমি ওয়ানপ্লাসের মতোই বিশাল ২৪ জিবি র‍্যাম ক্যাপাসিটি সহ একটি হ্যান্ডসেট লঞ্চ করবে। যেহেতু ওয়ানপ্লাস এবং রিয়েলমি উভয়ই বিবিকে গ্রুপ অধীনস্থ সিস্টার ব্র্যান্ড এবং এগুলি নিজেদের মধ্যে রিসোর্স শেয়ার করে নেওয়ার জন্য পরিচিত, তাই এই বিষয়টি বিস্ময়কর নয়। ডিজিট্যাল চ্যাট স্টেশন এর আগে ওয়ানপ্লাসের ফোনে ২৪ জিবি র‍্যাম থাকার বিষয়টি ফাঁস করেন। যদিও তখন তিনি উল্লেখ করেননি যে, এই বিশাল পরিমাণ র‌্যাম ভার্চুয়াল ও ফিজিক্যাল র‍্যামের সংমিশ্রণ হবে নাকি শুধুমাত্র ফিজিক্যাল র‍্যাম হবে। কিন্তু এখন টিপস্টার এবিষয়ে আরও কিছু বিবরণ শেয়ার করেছেন।

ডিজিট্যাল চ্যাট স্টেশন বলেছেন যে, ওপ্পো, ওয়ানপ্লাস এবং রিয়েলমি-এর মতো ব্র্যান্ডগুলি বড় মেমরির ফোন বাজারে জনপ্রিয় করতে শুরু করেছে। তার মতে, এই ব্র্যান্ডগুলির আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির সর্বনিম্ন র‌্যাম ক্ষমতা হবে ১৬ জিবি, যেখানে শীর্ষ ভ্যারিয়েন্টটি ২৪ জিবি র‌্যাম অফার করবে৷ বেশি র‌্যামের জন্য কালারওএস (ColorOS) অপারেটিং সিস্টেম আরও ভালভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিচালনা করতে পারবে।

মনে করা হচ্ছে, OnePlus Ace 2 Pro বিশ্বের প্রথম ২৪ জিবি র‍্যাম যুক্ত স্মার্টফোন হবে। এতে এলপিডিডিআর৫এক্স মেমরি ব্যবহার করা হবে এবং এই মুহূর্তে নাম প্রকাশ্যে না আসা রিয়েলমি হ্যান্ডসেটেও এটি ব্যবহৃত হবে। উচ্চ র‍্যাম ক্ষমতার পাশাপাশি ফোনগুলি ১ টিবি স্টোরেজও অফার করবে।

এছাড়াও পূর্ববর্তী লিকগুলি প্রকাশ করেছে যে, OnePlus Ace 2 Pro ফোনটি Oppo Reno 10 Pro Plus-এর আরও শক্তিশালী সংস্করণ হবে। এটির বেশিরভাগ স্পেসিফিকেশন Reno 10 Pro Plus অনুরূপ হবে। তবে ওয়ানপ্লাসের আসন্ন হ্যান্ডসেটটিতে রেনো ফোনে থাকা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের পরিবর্তে আপগ্রেড করা স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপটি থাকবে।