কোন Realme ফোনে কখন আসবে Android 13 ভিত্তিক realme UI 4.0 আপডেট, দেখে নিন তালিকা

গত মাসে গুগল (Google) দ্বারা ডেভেলপ করা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাম্প্রতিকতম Android 13 Stable সংস্করণটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। আর এটির ঘোষণার সাথে সাথেই বিভিন্ন স্মার্টফোন নির্মাতারাও নিজস্ব Android 13-ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেসগুলি তাদের বিভিন্ন হ্যান্ডসেটে রোলআউট করতে শুরু করেছে। গত সপ্তাহে জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি (Realme) ঘোষণা করেছিল যে, তারা শীঘ্রই অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনের ওপর ভিত্তি করে Real UI কাস্টম স্কিনের আপগ্রেড সংস্করণটি বাজারে উন্মোচন করবে। যদিও এখনও Android 13 ভিত্তিক Realme UI 4.0 আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেনি, তবে নির্মাতারা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, কোন কোন রিয়েলমি হ্যান্ডসেটগুলি কখন এই আপডেটটি পেতে চলেছে। চলুন Realme UI 4.0-এর জন্য যোগ্য ডিভাইসগুলির তালিকা এবং রোলআউটের সময়সূচিটি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Realme স্মার্টফোনের জন্য Realme UI 4.0 প্রকাশের সময়সূচী

অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৪.০ আগামী কয়েক দিনের মধ্যেই আত্মপ্রকাশ করবে। তবে তার আগেই কোন কোন মডেলগুলি প্রথম এই আপডেটটি পেতে চলেছে, সেই সম্পর্কে নিশ্চিত করেছে সংস্থা। আপগ্রেডের প্রাথমিক “রোডম্যাপ” ইতিমধ্যে কোম্পানি দ্বারা প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, রিয়েলমি ইউআই ৪.০ বিটা সংস্করণটি বর্তমানে রিয়েলমি জিটি ২ প্রো মডেলগুলিতে উপলব্ধ রয়েছে।

Realme UI 4.0-এর জন্য যোগ্য ডিভাইস ও আপডেটের সময়সূচী-

আগস্ট, ২০২২: Realme GT 2 Pro

সেপ্টেম্বর, ২০২২: Realme GT Neo 3 150W, GT Neo 3, GT Neo 3 Naruto Limited Edition এবং Realme GT 2

অক্টোবর, ২০২২: Realme GT 2 Master Discovery Edition, Q5 Carnival Edition, Q5 Pro, Q5, GT Master Explorer Edition

নভেম্বর, ২০২২: Realme GT

ডিসেম্বর, ২০২২: Realme GT Neo 2, GT Neo 2 ড্রাগন বল কাস্টম সংস্করণ, GT Neo Flash Edition এবং GT Neo

জানিয়ে রাখি, উল্লেখিত এই তালিকার সময়সূচীটি শুধুমাত্র চীনের বাজারে উপলব্ধ মডেলগুলির জন্য প্রযোজ্য। অন্যান্য বাজারের Realme UI 4.0 আপডেটটি আরও কিছুদিন পরে রোলআউট হবে বলেই জানা গেছে। এছাড়া রিয়েলমি জানিয়েছে যে, তারা তাদের তালিকায় থাকা মডেলগুলিকে ক্রমাগত মূল্যায়ন করছে এবং শীঘ্রই আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের জন্য পরিকল্পিত আপগ্রেডের তারিখগুলি ঘোষণা করবে। এই তালিকায় Realme 9 সিরিজ, এমনকি Realme 8 লাইনআপের ফোনগুলিও স্থান করে নেবে বলে আশা করা হচ্ছে৷