Realme V11s 5G ২০ হাজার টাকার কমে ১১ জিবি পর্যন্ত র‌্যাম সহ লঞ্চ হল

Realme V11 এর উত্তরসূরী হিসেবে আজ লঞ্চ হল Realme V11s 5G। গত কয়েক সপ্তাহ ধরে এই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। নতুন এই ভি…

Realme V11 এর উত্তরসূরী হিসেবে আজ লঞ্চ হল Realme V11s 5G। গত কয়েক সপ্তাহ ধরে এই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। নতুন এই ভি সিরিজের ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া Realme V11s 5G মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর সহ এসেছে। এতে ৫ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যাম এক্সপ্যানশন ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Realme V11s 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme V11s 5G দাম ও লভ্যতা

রিয়েলমি ভি১১এস ৫জি এর দাম শুরু হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৯৭৫ টাকা) থেকে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,২০০ টাকা)। রিয়েলমি ভি১১এস ৫জি দুটি কালারে পাওয়া যাবে – অরোরা পার্পেল ও ইগনিয়স গ্রে। চীনের বাইরে ফোনটি কবে লঞ্চ হবে জানা যায়নি।

Realme V11s 5G স্পেসিফিকেশন, ফিচার

রিয়েলমি ভি১১এস ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭ শতাংশ। এই ফোনে মালি জি৫৭ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া ডায়নামিক র‌্যাম এক্সপ্যানশন ফিচারে ৫ জিবি পর্যন্ত অতিরিক্ত মেমোরি (র‌্যাম) মিলবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Realme V11s 5G ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

Realme V11s 5G ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ প্রি-ইনস্টল রয়েছে এই ফোনে। এর ওজন ১৮৯ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন