সামান্য মূল্যে Vi আনল Workplace Essentials‌‌ প্ল্যান, কী বেনিফিট পাবেন জেনে নিন

বিভিন্ন সংস্থার অধীনে কর্মরতদের জন্য ভোডাফোন-আইডিয়া বা ভিআইয়ের (Vi) ‘ওয়ার্কফোর্স এসেন্সিয়াল’ (Workforce Essentials) রিচার্জ প্ল্যান সম্পর্কে অনেকেই অবগত। বিশেষ করে সংস্থার কর্মচারীরা কোনো কেন্দ্রীয় অবস্থানে বদ্ধ না থেকে গতিশীল ভাবে কাজ করতে বাধ্য হলে ভিআইয়ের আলোচ্য প্ল্যানগুলি অত্যন্ত কার্যকর হতে পারে। কারণ এক্ষেত্রে সংস্থাকে প্রতিটি কর্মচারীর অবস্থান জানার পাশাপাশি তাদের থেকে তথ্য সংগ্রহ করতে হয়। একাজে সর্বোচ্চ সুবিধা প্রদানের জন্য ভিআইয়ের ‘ওয়ার্কফোর্স এসেন্সিয়াল’ প্ল্যানগুলি জনপ্রিয়। বর্তমানে ভিআই গ্রাহকদের উপরোক্ত ধরনের দুটি রিচার্জ প্ল্যান অফার করে, যথা লাইট+জিপিএস (Lite+GPS) এবং বিজনেস (Business) প্ল্যান।

Vi -এর Workforce Essentials প্ল্যানের মূল্য

প্রথমেই ভিআইয়ের লাইট+জিপিএস (Lite+GPS) প্ল্যানের কথা বলি। এটি রিচার্জের জন্য মাসিক ২৯৯ টাকা খরচ করতে হবে। প্ল্যানটি ৩০ দিনের নিঃশুল্ক ট্রায়ালের সাথেও উপলব্ধ। অন্যদিকে বিজনেস (Business) প্ল্যানের ক্ষেত্রে বিনামূল্যে ট্রায়ালের সম্ভাবনা নেই। এই প্ল্যানটি রিচার্জের বিনিময়ে ভিআই গ্রাহকের কাছে মাসিক ৫৪৯ টাকা আদায় করবে।

Workforce Essentials প্ল্যানগুলি রিচার্জের বিনিময়ে উপভোক্তা এই সুবিধাগুলি পাবেন

ভিআইয়ের ওয়ার্কফোর্স এসেন্সিয়াল প্ল্যান রিচার্জের মাধ্যমে গ্রাহক বাজার চাহিদার পরিবর্তন, বিবর্ধিত বা রূপান্তরিত কর্মীসংখ্যা, ম্যানুয়াল ডেটা সংগ্রহ এবং ফিল্ড কর্মীদের থেকে তথ্য প্রাপ্তির দুর্বলতাগুলি থেকে মুক্তি পেতে পারেন। এজন্য তারা দু’শোর বেশী পূর্বপ্রস্তুত মডিউলের মধ্যে থেকে নিজেদের সুবিধা অনুযায়ী বিকল্প বেছে নিতে পারবেন। এছাড়া আলোচ্য প্ল্যান জিপিএস (GPS) ট্র্যাকিংয়ের সুবিধা সহ এসেছে, যা ফিল্ড কর্মীদের অবস্থান নিশ্চিত করতে সাহায্য করবে। এছাড়া জিপিএস ট্র্যাকিং সুবিধার সাথে কোম্পানী ফিল্ড কর্মীদের গতিপথ পরিবর্তনের পাশাপাশি আলাদা আলাদা লোকেশনে তাদের অবস্থানকাল জেনে নিতে পারবে। এর ফলে গুরুত্বপূর্ণ কাজে সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে।

উল্লেখ্য, ভোডাফোন-আইডিয়ার লাইট+জিপিএস (Lite+GPS) প্ল্যান পূর্বপ্রস্তুত চারটি মডিউল যথা, টাইম অ্যান্ড অ্যাটেনডেন্স মডিউল, সর্বোচ্চ ৪টি প্রি-কনফিগার্ড মডিউল, ফিল্ড ওয়ার্কার জিপিএস ট্র্যাকিং ও ম্যাপসের (Maps) সুবিধা প্রদান করবে। অন্যদিকে বিজনেস প্ল্যান টাইম অ্যান্ড অ্যাটেনডেন্স, মেসেজিং, সর্বোচ্চ ৬টি প্রি-কনফিগার্ড মডিউল, ফিল্ড ওয়ার্কার জিপিএস ট্র্যাকিং এবং ওয়ার্ক অর্ডার ডিসপ্যাচিংয়ের সুবিধা সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন