Realme X7 Max ভারতে লঞ্চ হল Dimensity 1200 প্রসেসর ও শক্তিশালী ব্যাটারি সহ, জানুন দাম

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হলো Realme X7 Max ও Realme Smart TV 4K। একটি ভার্চুয়াল ইভেন্টে কোম্পানি এই দুটি ডিভাইসকে ভারত এনেছে। Realme X7…

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হলো Realme X7 Max ও Realme Smart TV 4K। একটি ভার্চুয়াল ইভেন্টে কোম্পানি এই দুটি ডিভাইসকে ভারত এনেছে। Realme X7 Max ফোনটি আসলে গত মার্চে চীনে লঞ্চ হওয়া Realme GT Neo এর রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোনে আছে Mediatek Dimensity 1200 প্রসেসর, AMOLED ডিসপ্লে, 4,400mAh ব্যাটারি ও 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন Realme X7 Max এর দাম, লভ্যতা ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme X7 Max এর দাম ও লভ্যতা

ভারতে Realme X7 Max এর দাম শুরু হয়েছে, 26,999 টাকা থেকে। এই মূল্য ফোনটির 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজের। আবার এর 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজের দাম 29,999 টাকা। ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে- মার্কারি সিলভার, অ্যাস্টোরয়েড ব্ল্যাক, এবং মিল্কি ওয়ে।

Flipkart ও Realme.com ছাড়াও অফলাইন রিটেল স্টোর থেকে ফোনটি কেনা যাবে। আজ থেকেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। আগামী 3 জুনের মধ্যে যারা Realme X7 Max প্রি-অর্ডার করবেন, তারা বিনামূল্যে Realme Buds Q ইয়ারবাডস পেয়ে যাবেন। আবার আগামী 4 জুন থেকে ফোনটির সেল শুরু হবে।

Realme X7 Max এর স্পেসিফিকেশন, ফিচার

Realme X7 Max ফোনটি Android 11 বেসড realmeUI 2.0 কাস্টম ওএস-এ চলবে। এই ফোনে আছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,000 নিটস পিক ব্রাইটনেস ও 100 শতাংশ ডিসিআই-পি৩ কালার গামুট অফার করবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 1200 প্রসেসর। সাথে আছে 12 জিবি পর্যন্ত র‌্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য Realme X7 Max ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল Sony IMX682 সেন্সর। এছাড়াও বাকি দুটি ক্যামেরা হল 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনে রয়েছে 4,500mAh ব্যাটারি, যার সাথে 50W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে আছে 5G, 4G , ওয়াই ফাই ব্লুটুথ 5.1, জিপিএস, 3.5 মিমি হেডফোন জ্যাক। এতে ডলবি অডিও ও Hi-Res Audio সাপোর্ট সহ ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার ওজন 179 গ্রাম।