এক্সচেঞ্জ অফারে ৫৯৯ টাকায় কিনুন বাহুবলী Redmi ফোন, ৫০ এমপি ক্যামেরা সহ আছে ৬০০০mAh ব্যাটারি

বাজেট রেঞ্জের একটি স্টাইলিশ ডিজাইনের Redmi ব্র্যান্ডিংয়ের স্মার্টফোনকে বর্তমানে ই-কমার্স সাইট Flipkart থেকে মাত্র ৫৯৯ টাকার বিনিময়ে কিনে নেওয়া যেতে পারে। না আমরা একদমই মশকরা করছি না, সত্যি হালফিলে এমনি একটি অফার নিয়ে হাজির হয়েছে অনলাইন শপিং সাইটি। এই অফারের ফায়দা উঠিয়ে Redmi 10 নামের ‘বেস্ট সেলিং’ রেডমি ফোনটি সবচেয়ে কম দামে কেনা যাবে। ফোনটির প্রকৃত বিক্রয় মূল্য প্রায় ১৫,০০০ টাকা হলেও, প্রযোজ্য ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাসের দৌলতে কেবল ৫৯৯ টাকা খরচ করে আপনারা আলোচ্য মডেলটিকে পকেটস্থ করতে পারবেন। চলুন Flipkart -এ Redmi 10 স্মার্টফোনের সাথে উপলব্ধ অফার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার।

Flipkart থেকে সস্তায় কিনুন Redmi 10 স্মার্টফোন

রেডমি ১০ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৪,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এটি এখন ফ্লাট ৪,০০০ টাকার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার পর ফোনটির দাম কমে ১০,৯৯৯ টাকা হয়েছে। তবে চেকআউটের সময়ে যেসব ক্রেতারা Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট ব্যবহার করে পেমেন্ট করবেন তাদের ধার্য মূল্যের উপর অতিরিক্ত ভাবে আরো ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়া কিস্তিতে টাকা শোধ করার ক্ষেত্রে, নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে নো-কস্ট ইএমআই বিকল্পও উপলব্ধ থাকছে।

আবার রেডমি ১০ স্মার্টফোনের সাথে এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে, আপনাদের মধ্যে যারা নিজেদের বিদ্যমান মোবাইল আপগ্রেড করে আলোচ্য মডেলটি কিনবেন তারা ১০,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের ফায়দা তুলতে পারবেন। ফলে উল্লেখিত পরিমাণ ডিসকাউন্ট ও সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালুর লাভ ওঠাতে পারলে রেডমির এই বাজেট স্মার্টফোনকে নূন্যতম ৫৯৯ টাকা খরচ করে কেনা সম্ভব। তবে আগেই বলে দিই, এই এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ নির্ভর করবে পুরানো ফোনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থা, মডেল নম্বর, ব্র্যান্ডের উপর।

প্রসঙ্গত, রেডমি ১০ স্মার্টফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথেও এই একই অফার প্রযোজ্য।

Redmi 10 এর স্পেসিফিকেশন

রেডমি ১০ স্মাটফোনে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২০.৬:৯ এসপেক্ট রেশিও ও ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লের ডিজাইন ড্রপ নচ স্টাইল। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, উক্ত ডিভাইসটি, এড্রেনো ৬১০ জিপিইউ এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে।

তদুপরি, ফটোগ্রাফির জন্য রেডমি ১০ ফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর৷ একই ভাবে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফোনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১০ স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।