AMO Electric Jaunty Plus: 4 ঘন্টার চার্জে 120 Km দৌড়বে, ভারতে নতুন ইকো-ফ্রেন্ডলি স্কুটার লঞ্চ হল

AMO Electric Bikes ভারতের বাজারে আজ নতুন বৈদ্যুতিক স্কুটার লঞ্চ কল। Jaunty Plus নামক ই-স্কুটারটির দাম রাখা হয়েছে ১,১০,৪৬০ টাকা (এক্স-শোরুম)। প্রস্তুতকারী সংস্থা দাবি করেছে, ইলেকট্রিক স্কুটারটি একচার্জে ১২০ কিমি দৌড়বে৷ এমনকি এর ব্যাটারিটি মাত্র চার ঘণ্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। আসুন Amo Jaunty Plus-এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

অ্যামো জন্টি প্লাস (Amo Jaunty Plus)-এ রয়েছে ৬০ ভোল্ট ৪০ অ্যাম্পিয়ারের উন্নত লিথিয়াম ব্যাটারি, যা এর হাই-পারফরম্যান্স মোটরটিকে চালিকাশক্তি জোগাবে। এতে ক্রুজ কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক অ্যাসিস্টেড ব্রেকিং সিস্টেম (E-ABS), অ্যান্টি থেফ্ট অ্যালার্ম এবং শক্তিশালী চ্যাসিসের মতো ফিচার রয়েছে৷

এছাড়া Jaunty Plus টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন, সাইড স্ট্যান্ড সেন্সর, সেন্ট্রাল লকিং, ফ্রন্ট ডিস্ক ব্রেক, ডিআরএল লাইট এবং একটি ইঞ্জিন কিল সুইচের সঙ্গে এসেছে৷ স্কুটারটির ব্যাটারিতে ফাস্ট চার্জিংয়ের অপশন রয়েছে৷

ফিক্সড এবং পোর্টেবল ব্যাটারি প্যাকের বিকল্পের সাথে এসেছে জন্টি প্লাস। ইউএসবি চার্জিং পোর্টের দেখা মিলবে এতে। তিন বছরের ওয়ারেন্টি থাকছে৷ আবার পাঁচটি রঙয়ের বিকল্পে বেছে নেওয়া যাবে বৈদ্যুতিক টু-হুইলারটি – রেড-ব্ল্যাক,গ্ৰে-ব্ল্যাক, ব্লু-ব্ল্যাক, হোয়াইট-ব্ল্যাক এবং ইয়েলো ব্ল্যাক। Jaunty Plus সমগ্র ভারতে AMO Electric-এর ১৪০টি ডিলারশিপে উপলব্ধ হবে৷ ১৫ ফেব্রুয়ারি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।