Redmi 10 Prime ব্লকবাস্টার ফিচারের সাথে ভারতে লঞ্চ হল, দামও সাধ্যের মধ্যে

বাজেট স্মার্টফোনের বাজার কাঁপাতে আজ ভারতে লঞ্চ হল Redmi 10 Prime। গত বছরের Redmi 9 Prime-এর সাক্সেসর হিসেবে ভারতের বাজারে আনা হয়েছে Redmi 10 Prime। উল্লেখ্য, সম্প্রতি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করা Redmi 10-এর রিব্র্যান্ডেড ভার্সন হল এটি। কেবলমাত্র ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে ফোন দু’টি ভিন্ন। এছাড়া দুটি ফোনেই পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আসুন Redmi 10 Prime এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Redmi 10 Prime স্পেসিফিকেশন

রেডমি ১০ প্রাইম স্মার্টফোনে দেওয়া হয়েছে কর্নি গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ডাস্ট ও স্প্ল্যাস প্রুফ ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও ২০:৯। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (৪৫ হার্টজ, ৬০ হার্টজ, ও ৯০ হার্টজ) সাপোর্ট করবে। সহজ করে বুঝলে – ফোনের কনটেন্টের উপর  নির্ভর করে রিফ্রেশ রেট পরিবর্তিত হবে। আর্ম মালি জি৫২ এমসি২ জিপিইউ ও মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে রেডমি ১০ প্রাইম। সঙ্গে রয়েছে ৬ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। আবার এক্সটেন্ডেড মেমরি ফিচার রয়েছে এই ফোনে, যার সাহায্যে অব্যবহৃত ইন্টারনাল স্টোরেজ থেকে ২ জিবি পর্যন্ত র‌্যাম পাবেন ইউজারেরা। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য রেডমি ১০ প্রাইম এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। রিয়ার ক্যামেরা ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ড করতে পারবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

৬,০০০ এমএএইচ লং লাস্টিং ব্যাটারি থাকছে রেডমি ১০ প্রাইম-এ। যার সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৯ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এআই ফেস আনলক ও সাউড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-সহ এসেছে এই স্মার্টফোন। রেডমি ১০ প্রাইম অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে রান করবে।

Redmi 10 Prime দাম ও লভ্যতা

রেডমি ১০ প্রাইম ফোনের দাম শুরু ১২,৪৯৯ টাকা থেকে। এটি ৪ জিবি  র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। কেউ ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে নিতে চাইলে খরচ হবে ১৪,৪৯৯ টাকা।

Redmi 10 Prime -এর প্রথম সেল ৭ সেপ্টেম্বর। ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট mi.com ছাড়াও Mi Home store থেকে ফোনটি কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা পাবেন৷ ব্লু, ব্ল্যাক, ও হোয়াইট কালার অপশনে বেছে নেওয়া যাবে Redmi 10 Prime।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

2 hours ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago