অ্যান্ড্রয়েড গেমারদের জন্য সুখবর, Razer Edge 5G নজরকাড়া ফিচার সহ লঞ্চ হল

গেমিং হার্ডওয়্যার নির্মাণের জন্য জনপ্রিয় বহুজাতিক সংস্থা Razer সম্প্রতি একটি নতুন গেমিং হ্যান্ডহেল্ড কনসোল লঞ্চ করেছে। আমেরিকা ভিত্তিক এই সংস্থাটি RazerCon 2022 ইভেন্ট চলাকালীন নয়া Razer Edge 5G ডিভাইসটি ঘোষণা করে। আর নাম দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে উক্ত কনসোলটি 5G কানেক্টিভিটি সমর্থন করে, যা এটিকে বিশ্বের প্রথম ডেডিকেটেড 5G হ্যান্ডহেল্ড কনসোল করে তুলেছে। এতে গত বছর লঞ্চ হওয়া একটি নতুন স্ন্যাপড্রাগন চিপসেট রয়েছে। এছাড়া, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের বড় AMOLED ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরা, ইন-বিল্ট মাইক্রোফোন, এসডি কার্ড স্লট এবং একটি শক্তিশালী ব্যাটারিও উপলব্ধ এই গেমিং কনসোলে। প্রসঙ্গত মার্কিন টেলিকম সংস্থা ভ্যারাইজেনের (Verizon) সাথে অংশীদারিত্বে Razer এই নতুন গেমিং গ্যাজেটটি চালু করেছে। চলুন সদ্য আগত Razer Edge 5G -এর দাম, লভ্যতা, স্পেসিফিকেশন সহ অন্যান্য বিশদ সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

রেজার এজ ৫জি -এর স্পেসিফিকেশন (Razer Edge 5G Specifications)

দুর্দান্ত পারফরম্যান্স সরবরাহের জন্য নবাগত রেজার এজ ৫জি গেমিং কনসোলে স্ন্যাপড্রাগন জি৩এক্স জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা গেমিং ডিভাইসগুলির জন্য একটি ডেডিকেটেড চিপসেট হিসাবে গত বছর লঞ্চ হয়েছিল। এই প্রসেসর থাকার জন্য কনসোলটি – ওয়াই-ফাই ৬ই, mmWave 5G এবং ডিসপ্লের জন্য ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের মতো একাধিক বৈশিষ্ট্য সাপোর্ট করতে সমর্থ। প্রসঙ্গত, আলোচ্য ডিভাইসে একটি ৬.৮-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে।

Razer Edge 5G, কিশি ভি২ প্রো (Kishi V2 Pro) কন্ট্রোলারের সাথে এসেছে। এই কনসোলটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে ৮ জিবি LPDDR5 র‍্যাম এবং ১২৮ জিবি UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যদিও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

অন্যান্য বিশষত্বের কথা বললে, রেজার আনীত এই ‘ফার্স্ট এভার’ ৫জি-এনাবল গেমিং কনসোলটি AAA গেম খেলতে ব্যবহার করা যেতে পারে, যার মধ্যে কিছু গেম আগের থেকেই ইনস্টল করা থাকছে। এতে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল স্পিকার সিস্টেম এবং দুটি মাইক্রোফোন বিদ্যমান। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি প্যাক করা হয়েছে। রেজার এজ ৫জি কনসোল স্ট্যান্ডঅ্যালোনটির ওজন প্রায় ২৬৪ গ্রাম এবং কন্ট্রোলারের সংযুক্ত থাকলে এটির ওজন হবে প্রায় ৪০০ গ্রাম।

রেজার এজ ৫জি -এর দাম (Razer Edge 5G Price)

রেজার এজ ৫জি গেমিং কনসোলকে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৩৩,০০০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছে। সংস্থাটি আলোচ্য দামের মধ্যে কিশি ভি২ প্রো কন্ট্রোলারকেও অন্তর্ভুক্ত করেছে। লভ্যতার কথা বললে, এটিকে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রি-রিজার্ভের জন্য উপলব্ধ করা হয়েছে এবং ২০২৩ সালের জানুয়ারী মাস থেকে বিক্রি শুরু হবে। ভারত সহ বিশ্ববাজারে এর প্রাপ্যতা সংক্রান্ত তথ্য এখনো অজানা।

Razer Edge 5G ব্যবহার করে কোন গেম খেলা যাবে?

রেজার এজ ৫জি হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসটিকে একটি ‘আল্টিমেট অ্যান্ড্রয়েড গেমিং’ ডিভাইস হিসাবে পেশ করেছে সংস্থাটি। যার অর্থ, ব্যবহারকারীরা এই ডিভাইসে থাকা প্রতিটি অ্যান্ড্রয়েড গেম খেলতে সক্ষম হবেন। আবার বিপরীতে, বিভিন্ন গেমের প্রাপ্যতার জন্য অঞ্চলের সীমাবদ্ধতাও প্রযোজ্য হবে। ফলে এই মুহূর্তেই সঠিক ভাবে কোন কোন গেম খেলা যাবে এই কনসোলের মাধ্যমে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।