Redmi-র প্রথম স্মার্টফোনের দশবছর পার, বাজারে ঝড় তুলেছিল এই ফিচারের কারণে

Xiaomi আজ তাদের বাজেট স্মার্টফোন সাব-ব্র্যান্ড Redmi -এর ১০তম বার্ষিকী উদযাপন করছে। এই উপলক্ষে পেরেন্ট সংস্থাটির আধিকারিকদের আজ সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করতে…

Xiaomi আজ তাদের বাজেট স্মার্টফোন সাব-ব্র্যান্ড Redmi -এর ১০তম বার্ষিকী উদযাপন করছে। এই উপলক্ষে পেরেন্ট সংস্থাটির আধিকারিকদের আজ সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করতে দেখা গেছে। যেখানে লাল রঙের একটি স্মার্টফোনকে দেখা গেছে। এটি হল Redmi দ্বারা লঞ্চ করা ‘ফার্স্ট এভার’ হ্যান্ডসেট, যার নাম Redmi 1 বা Hongmi। আলোচ্য মডেলটি আজ থেকে এক দশক আগে অর্থাৎ ২০১৩ সালে আজকের তারিখেই (৩১শে জুলাই) প্রথম চীনের বাজারে পা রাখে। মূলত Redmi 1 ওরফে Hongmi -এর হাত ধরেই ইলেক্ট্রনিক্স জগতে Redmi ব্র্যান্ডের যাত্রা শুরু হয়।

Redmi 1 বা Hongmi স্মার্টফোনের জন্মদিন আজ, প্রথম হ্যান্ডসেট লঞ্চের স্মৃতিচারণ করলেন সংস্থার কর্মকর্তারা

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবো (Weibo) -তে শাওমির জেনারেল ম্যানেজার ওয়াং হুয়া (Wang Hua) জানিয়েছেন যে, রেডমি ব্র্যান্ডিংয়ের প্রথম স্মার্টফোনটিকে আজ থেকে ১০ বছর আগে অর্থাৎ ২০১৩ সালের ৩১শে জুলাই ঘোষণা করা হয়েছিল। এক দশক আগে, সংস্থার তরফ থেকে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়েছিল। যেখানে একাধিক কার্যনির্বাহী কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি, শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন (Lei Jun) এবং কয়েকজন চীনা মোবাইল এক্সিকিউটিভও উপস্থিত ছিলেন এই লঞ্চ ইভেন্টে।

ওয়াং হুয়া জানিয়েছেন, এখনকার মতো তৎকালীন সময়ে ‘হংমি’ (Hongmi) বা ‘রেডমি ১’ (Redmi 1) ডিভাইসটির উন্মোচন বা ফিচার বিবরণ দেওয়ার ক্ষেত্রে প্রজেক্টর ব্যবহার করা হয়নি, এমন তথ্য উঠে এসেছে। মূলত প্রচারকার্যের অংশ হিসাবে উক্ত ব্র্যান্ডটি তাদের এই প্রথম হ্যান্ডসেটকে কয়েকটি মিডিয়া গ্রুপের কাছে প্রদর্শন করেছিল।

রেডমি লঞ্চ ইভেন্টটিকে অতিরিক্ত জাকজমকের সাথে আয়োজিত করতে না পারলেও, হংমি বা রেডমি ১ স্মার্টফোনটি হোম-মার্কেটে আত্মপ্রকাশের পরপরই ‘রেকর্ড ব্রেকিং’ সেল পারফরম্যান্স দিয়েছিল। সর্বোপরি, সংস্থাটি – ১০০০ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১১,৪০০ টাকা) -এর কম খরচ করেও যে দুর্দান্ত ফিচারের ফোন পাওয়া সম্ভব, এই বিশ্বাস তৈরী করতে পেরেছিল চীনের বাসিন্দাদের মধ্যে।

Redmi 1 (Hongmi) এর স্পেসিফিকেশন

জানিয়ে রাখি, রেডমি সংস্থার প্রথম স্মার্টফোন অর্থাৎ Redmi 1 বা Hongmi এসেছিল ৪.৭-ইঞ্চির ডিসপ্লে সহ। এই ডিসপ্লে – ৭২০পিক্সেল রেজোলিউশন এবং ৩১২ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এতে কোয়াড কোর মিডিয়াটেক MT6589T প্রসেসর ব্যবহার করা হয়। ৩জি (3G) নেটওয়ার্কিং সমর্থিত এই ডিভাইস অ্যান্ড্রয়েড ৪.২ ভিত্তিক এমআইইউআই ৫ (MIUI 5) কাস্টম স্কিনে রান করে। এই ফোন ১ জিবি র‍্যাম এবং ৪ জিবি স্টোরেজ অফার করে। ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, হ্যান্ডসেটের পিছনে ৮-মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ১.৩-মেগাপিক্সেলের সেলফি শ্যুটার বিদ্যমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১ ফোনে ২,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।