Redmi 11 Prime, Redmi 11 Prime 5G ভারতে বিরাট সস্তায় লঞ্চ হল, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Redmi 11 Prime ও Redmi 11 Prime 5G আজ ভারতে লঞ্চ হল। এই দুটি ফোনের সাথে Redmi A1 ভারতে পা রেখেছে। এই ফোনগুলিকে Xiaomi-র Special Diwali With Mi Launches এর অংশ হিসেবে আনা হয়েছে। Redmi 11 Prime ফোনটি আসলে গতকাল ভারতে লঞ্চ হওয়া Poco M5 এর রিব্যান্ডেড ভার্সন হিসেবে আনা হয়েছে। আবার Redmi 11 Prime 5G হল চীনে আত্মপ্রকাশ করা Redmi Note 11E এর রিব্যাজড ভার্সন। ভারতে Redmi 11 Prime ফোনের দাম শুরু হয়েছে ১২,৯৯৯ টাকা থেকে। আবার ১৩,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে Redmi 11 Prime 5G‌।

রেডমি ১১ প্রাইম, রেডমি ১১ প্রাইম ৫জি দাম ও সেলের তারিখ (Redmi 11 Prime, Redmi 11 Prime 5G Price, Sale Date)

রেডমি ১১ প্রাইম ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। ফোনটি থান্ডার ব্ল্যাক, ক্রোম সিলভার ও মিডো গ্রিন কালারে পাওয়া যাবে।

অন্যদিকে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও রয়েছে, যার দাম ১৫,৯৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে এসেছে – পেপি পার্পেল, ফ্ল্যাশি ব্ল্যাক, প্লেফুল গ্রিন।

Redmi 11 Prime 5G আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে Mi.com, Amazon এর মাধ্যমে কেনা যাবে। ICICI ব্যাংকের কার্ডধারীরা ফোনটির উপর ১,০০০ টাকা ছাড় পাবেন। Redmi 11 Prime এর সেলের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

রেডমি ১১ প্রাইম স্পেসিফিকেশন, ফিচার (Redmi 11 Prime Specifications, Features)

ডুয়েল সিমের রেডমি ১১ প্রাইম ফোনে আছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিউড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

আবার Redmi 11 Prime ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

সিকিউরিটির জন্য Redmi 11 Prime ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে (বক্সে ২২.৫ ওয়াট চার্জার পাওয়া যাবে)। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন ২০১ গ্রাম।

Redmi 11 Prime Launched in India
রেডমি ১১ প্রাইম লঞ্চ হল

রেডমি ১১ প্রাইম ৫জি স্পেসিফিকেশন, ফিচার (Redmi 11 Prime 5G Specifications, Features)

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের কাট আউটের মধ্যে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আবার Redmi 11 Prime 5G ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। পারফরম্যান্সের জন্য ফোনে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।

সিকিউরিটির জন্য এতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 11 Prime ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে (বক্সে ২২.৫ ওয়াট চার্জার আছে)। আবার ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ২০০ গ্রাম।