Categories: Mobiles

Redmi 12 5G সস্তায় জবরদস্ত ফিচার্স সহ বাজারে এন্ট্রি নিচ্ছে, এই বিশেষ প্রসেসরের সাথে দেখা গেল Geekbench-এ

চলতি মাসের শুরুতে গ্লোবাল মার্কেটে লঞ্চ করার পর, রেডমি আগামী ১ আগস্ট ভারতে Redmi 12 স্মার্টফোনটিকে উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটি MediaTek Helio G88 চিপসেট দ্বারা চালিত একটি ৪জি স্মার্টফোন হবে। আবার, সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে যে Redmi 12-এর একটি ৫জি ভ্যারিয়েন্টও শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হবে। আর এখন এই মডেলটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে, যা এর কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে।

Redmi 12 5G-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

23076RN4BI মডেল নম্বর সহ রেডমি ১২ ৫জি ফোনটি গিকবেঞ্চের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এতে অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ সহ ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর রয়েছে। এটি সম্ভবত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ ৫জি চিপসেট। লিস্টিংটি আরও প্রকাশ করেছে যে এতে ৮ জিবি র‍্যাম পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করবে।

পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে, রেডমি ১২ ৫জি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে ৯১৬ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,১০৬ পয়েন্ট অর্জন করেছে। এগুলি ছাড়া, তালিকাটি অন্য কোনও তথ্য প্রকাশ করেনি, তবে দেখে মনে হচ্ছে যে এটি এপ্রিল মাসে চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ১২আর-এর একটি রিব্র্যান্ড সংস্করণ হবে। পূর্ববর্তী একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, রেডমি নোট ১২আর-কে বিশ্ব বাজারে রেডমি ১২ ৫জি এবং ভারতে পোকো এম৫ ৫জি নামে লঞ্চ করা হবে।

উল্লেখযোগ্যভাবে, একই মডেল নম্বর সহ Redmi 12 5G ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সার্টিফিকেশন লাভ করেছে, যার অর্থ সম্ভবত এটি Redmi 12 5G এর ভারতীয় সংস্করণ হবে। তাই, মনে করা হচ্ছে যে শাওমির সাব-ব্র্যান্ড, পোকো এবং রেডমি উভয়ই ভারতীয় বাজারে Poco M6 Pro 5G এবং Redmi 12 5G হিসাবে রিব্র্যান্ডেড Redmi Note 12R লঞ্চ করার পরিকল্পনা করছে। রিব্যাজড সংস্করণগুলি থেকে কি কি আশা করা যায়, সে সম্পর্কে ধারণা পেতে আসুন Redmi Note 12R-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Redmi Note 12R-এর স্পেসিফিকেশন

Redmi Note 12R-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৯ ইঞ্চির এলসিডি ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট দ্বারা চালিত, যা ৫জি কানেক্টিভিটি অফার করে এবং সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে এসেছে। ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12R-এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) সফ্টওয়্যার সংস্করণে রান করে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

36 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago