Categories: Mobiles

ডাবল ধামাকা, Redmi 12 এর সাথে একই দিনে‌ লঞ্চ হচ্ছে Redmi 12 5G, দাম থাকবে অনেক কম

Xiaomi বর্তমানে ভারতের বাজারে তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Redmi 12 এবং Redmi Watch 3 Active ওয়্যারেবল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, Redmi 12 এবং Redmi Watch 3 Active আগামী ১লা আগস্ট এদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে। ফলে প্রচারকার্যের অংশ হিসাবে হালফিলে Xiaomi তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একটি টিজার ইমেজ শেয়ার করেছে। যেখানে হ্যান্ডসেট এবং স্মার্টওয়াচের পাশাপাশি চমক হিসাবে আরেকটি নয়া ডিভাইসের উপর থেকে লঞ্চ ইভেন্টে পর্দা সরানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। টিজার দেখে মনে হচ্ছে এই রহস্যময় স্মার্টফোনটি Redmi 12 5G হবে।

টিজারে থাকা ‘মিস্ট্রি’ স্মার্টফোনটি Redmi 12 5G বলে অনুমান করার কারণ, ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন (Amazon) সম্প্রতি আলোচ্য হ্যান্ডসেটের জন্য একটি লঞ্চ ব্যানার শেয়ার করেছে। ওই ব্যানারে প্রদর্শিত ডিভাইসের গায়ে সংস্থার ব্র্যান্ডিং লোগো লক্ষ্যণীয়। একই সাথে, আসন্ন এই ফোন ফ্লাট এজ এবং Redmi 12 4G -এর ন্যায় মুনস্টোন সিলভার কালার বিকল্পে আসবে বলেও নিশ্চিত করেছে ব্যানারটি।

উল্লেখ্য, কিছুদিন আগে রেডমি ১২ এবং রেডমি ১২ ৫জি স্মার্টফোনের স্টোরেজ বিকল্প ও দাম সামনে আসে। রেডমি ১২ ৫জি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের সাথে লঞ্চ হবে বলে দাবি করেন টিপস্টার। আলোচ্য মডেলটির দাম এদেশে মাত্র ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে।

জানিয়ে রাখি, গত সপ্তাহে রেডমি ১২ ৫জি স্মার্টফোনকে গিকবেঞ্চে 23076RN4BI মডেল নম্বর সহ তালিকাভুক্ত হতে দেখা যায়। এই বেঞ্চমার্কিং সাইটটির লিস্টিং অনুযায়ী, আলোচ্য হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকবে এবং এটি ৮ জিবি র‌্যাম অফার করবে। এক্ষেত্রে টিপস্টার ক্যাসপার স্করজিপেক (Kacper Skrzypek) জানিয়েছেন, আসন্ন রেডমি ১২ ৫জি মডেলটি ইতিমধ্যেই চীনে আত্মপ্রকাশ করা রেডমি নোট ১২আর (Redmi Note 12R) ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

যদি এই দাবি সত্যি হয়, তবে Redmi 12 5G স্মার্টফোনের ফিচার Redmi Note 12R -এর অনুরূপ হবে। তাই চলুন Redmi Note 12R স্মার্টফোনের স্পেসিফিকেশনের উপর থেকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Redmi Note 12R এর স্পেসিফিকেশন

চীনে আত্মপ্রকাশ করা রেডমি নোট ১২আর স্মার্টফোনে রয়েছে ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪৬০x১০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫৫০ নিট পিক ব্রাইটনেস, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন দ্বারা চালিত। রেডমির ডিভাইসটি বিশ্বের প্রথম ফোন যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট দ্বারা চলবে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Redmi Note 12R স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। তদুপরি, নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও এবং বেইডু। আর পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য মডেলে ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এর পরিমাপ ১৬৮.৬×৭৬.২৮×৮.১৭ মিমি এবং ওজন ১৯৯ গ্রাম।

প্রসঙ্গত, চীনে Redmi Note 12R স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস অপশনের দাম ১০৯৯ ইউয়ান (প্রায় ১২,৫০০ টাকা)। আর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম থাকছে যথাক্রমে ১১৯৯ ইউয়ান (প্রায় ১৩,৭০০ টাকা) এবং ১৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৫০০ টাকা)। এটি – মিডনাইট ব্ল্যাক, টাইম ব্লু, স্কাই ইলিউশন কালার অপশনে এসেছে।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

13 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

20 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

54 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

2 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago