Categories: Mobiles

Redmi 12: আমজনতার জন্য সস্তায় আধুনিক ফোন আনছে রেডমি, লঞ্চ হতে আর বেশি দেরি নেই

গত মার্চ মাসে, রেডমি ভারতে সাশ্রয়ী মূল্যে Redmi 12C স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি ১০,০০০ টাকারও কম মূল্যে আমজনতাকে লক্ষ্য করে বাজারে এসেছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি বর্তমানে স্ট্যান্ডার্ড Redmi 12 মডেলটির লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এটি কয়েকদিন আগে আইএমইআই (IMEI) ও মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। আর এখন ডিভাইসটি ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়েছে।

Redmi 12 শীঘ্রই আসতে পারে ইন্দোনেশিয়ার মার্কেটে

23053RN02A মডেল নম্বর সহ শাওমির একটি ফোন ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। যদিও এই সার্টিফিকেশন তালিকাটি মডেলটির নাম বা কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে দেখা যাচ্ছে যে মডেল নম্বরটি 23053RN02Y/23053RN02L-এর অনুরূপ, যেগুলি এর আগে রেডমি ১২ নাম সহ আইএমইআই (IMEI) সার্টিফিকেশন সাইট ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ডেটাবেসে স্পট করা গিয়েছিল। তাই অনুমান করা হচ্ছে, টিকেডিএন-এ তালিকাভুক্ত 23053RN02A রেডমি ১২-এর ইন্দোনেশীয় ভার্সন হতে পারে।

জানিয়ে রাখি, রেডমি ১২-এর এফসিসি তালিকাটি প্রকাশ করেছে যে এতে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করবে বলেও জানা গেছে। তবে এগুলি ছাড়া, রেডমি ১২-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি আপাতত অজানাই রয়েছে। তাই, এই আসন্ন বাজেট রেঞ্জের ফোনটি কি কি অফার করতে পারে, সেসম্পর্কে ধারণা পেতে আসুন সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি ১২সি-এর স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Redmi 12C-এর স্পেসিফিকেশন

Redmi 12C-এ ৬.৭১ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৬৫০ x ৭২০ পিক্সেলের একটি এইচডি+ রেজোলিউশন, ২০.৬:৯ অ্যাসপেক্ট রেশিও, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং ৭০ শতাংশ এনটিএসসি কালার গ্যামাট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ই এমএমসি৫.১ স্টোরেজ যুক্ত রয়েছে।

এছাড়াও, Redmi 12C অতিরিক্ত স্টোরেজের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট অফার করে। এই রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে। ফটোগ্রাফির জন্য, Redmi 12C-এর রিয়ার প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ডেপ্থ সেন্সর যুক্ত রয়েছে। আর সেলফির জন্য ফোনটির সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

নিরাপত্তার জন্য, Redmi 12C ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচারটিও অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই বাজেট রেঞ্জের ফোনটিতে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, Redmi 12C-তে ডুয়েল-সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক-এর মতো সাধারণ কানেক্টিভিটি অপশনগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

7 hours ago